তীব্র শীতে জবুথবু কুড়িগ্রামবাসী। গত ৩ দিন ধরে সূর্যের দেখা মিলেছে না উত্তরের এ জেলায়। শীতের এমন দাপটে কষ্ট বেড়েছে বৃদ্ধ, শিশুসহ ছিন্নমূল মানুষের। ঠাণ্ডাজনিত নানা রোগে জেলার হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। চরম ভোগান্তিতে দিন পার করছেন গ্রামের নিম্নবিত্ত ও চরাঞ্চলের অসহায় প্রান্তিক মানুষ।
শুক্রবার (৩ জানুয়ারি) কুড়িগ্রাম জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা এ বছরে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা। আগের দিন বৃহস্পতিবার তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
সদর উপজেলার কিছু এলাকায় সরেজমিনে দেখা গেছে, শীত বস্ত্রের অভাবে ঠান্ডায় নির্ঘুম রাত কাটাচ্ছেন অনেকেই। আবার দিনে পেটের তাগিদে শীত উপেক্ষা করে কাজে বের হচ্ছেন। কৃষক ও দিনমজুররা বাদাম তোলা, পেঁয়াজের বীজ বপন ও ধান রোপনের কাজে ব্যস্ত সময় পার করছেন। আর এসব করতে গিয়ে আক্রান্ত হচ্ছেন শীতজনিত নানা রোগে।
সদর উপজেলার ছবিরন বেগম বলেন, শীতে গাঁ টানটান করছে। আগুন জ্বালিয়েও শীত নিবারণ করা যাচ্ছে না। সর্দি-কাশি ভাল হচ্ছে না। রাতে ঘুম ধরে না। কাথা-কম্বল কোথায় পাব? কেউ তো আমাদের দেয় না।
রোকেয়া বেগম বলেন, স্বামী-সন্তান নেই। একা কাজ করে খাই। একটা গরম কাপড়ও নেই। মেম্বার-চেয়ারম্যান কেউ এসে খোঁজ নেয় না।
অষ্টমীর চরের কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী বলেন, টানা শীতে চরে শীতজনিত রোগীর সংখ্যা বেড়েছে। চরে এখন আলু ও বাদাম তোলার কাজ চলছে। তীব্র শীতে খোলা মাঠে কাজ করায় রোগের সম্ভাবনা আরও বাড়ছে।
কুড়িগ্রামের সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত কয়েকদিনের শৈত্যপ্রবাহে সদর হাসপাতালে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। উপজেলার হাসপাতালগুলোতেও সর্দি-কাশি, জ্বর, নিউমোনিয়া, টন্সিলাইটিস, সাইনোসাইটিস, এজমা, শ্বাসকষ্ট ও হাঁপানি রোগীর সংখ্যা বেশি।
কুড়িগ্রাম আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, শুক্রবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা এ বছরে জেলায় সর্বনিম্ন। চলতি সপ্তাহে তাপমাত্রা আরও কমবে। এ মাসে ২-৩ বার শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা জানান, পর্যন্ত ৯ উপজেলায় ৪৯ লাখ টাকা ও ১২ হাজার কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। যা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মাধ্যমে বিতরণ করা হচ্ছে।
৮.৫ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে পঞ্চগড়
কাজিরহাট-আরিচা নৌপথে ফেরি চলাচল বন্ধ