২৪ ঘণ্টায় আরও ৭ জনের করোনা শনাক্ত

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৮টা থেকে বুধবার (৯ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সাতজন করোনা আক্রান্ত হয়েছে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই সময়ে মোট ২১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময়ে শনাক্তের হার ৩ দশমিক ২৩ শতাংশ। তবে, এই সময়ের মধ্যে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।