তিলেই লুকিয়ে থাকতে পারে ক্যানসার! 

আমাদের শরীরে থাকা ছোট্ট তিল হয়তো অনেক সময় রূপের শোভা বাড়ায়। বিশেষ করে মুখে, গালে বা ঠোঁটে থাকা তিলকে অনেকেই সৌন্দর্যের প্রতীক হিসেবে দেখেন। কিন্তু জানেন কি? এই নিরীহ তিলই কখনও হয়ে উঠতে পারে ত্বকের ক্যানসারের প্রাথমিক ইঙ্গিত!

বিশেষজ্ঞদের মতে, যদিও বেশিরভাগ তিলই ক্ষতিকর নয় এবং ত্বকের স্বাভাবিক গঠনপ্রক্রিয়ার অংশ, কিছু ক্ষেত্রে তিল থেকেই মেলানোমা নামক ত্বকের ক্যানসার তৈরি হতে পারে।

সম্প্রতি এক গণমাধ্যমে সাক্ষাৎকারে বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডা. জয়শ্রী দাস বলেন, ‘আমাদের উপমহাদেশীয় অঞ্চলে মেলানোমার ঝুঁকি তুলনামূলকভাবে কম হলেও একেবারে নেই- এটা ভাবা ভুল। ইউরোপীয় বা শ্বেতাঙ্গদের ত্বকে মেলানিন কম থাকায় তাদের ঝুঁকি বেশি হলেও, আমাদের এখানেও সতর্ক থাকা জরুরি।’

যেসব লক্ষণে সাবধান হবেন

Cancer2

আকারে পরিবর্তন

একটি তিল যদি হঠাৎ করে বড় হতে থাকে, অথবা চারপাশ ছড়িয়ে যেতে থাকে, তাহলে এটি হতে পারে অস্বাভাবিক কোষ বৃদ্ধির লক্ষণ।

রঙের পরিবর্তন

স্বাভাবিক তিলের রঙ একরকম হয়। যদি কোনো তিলের রঙ কালো থেকে বাদামি বা অন্য রঙে পরিবর্তিত হয়, কিংবা রঙে বিভিন্নতা দেখা যায়, তবে তা চিন্তার বিষয়।

অমসৃণ আকৃতি

সাধারণ তিল সাধারণত গোলাকার ও মসৃণ হয়ে থাকে। তিলের কিনারা যদি অমসৃণ বা ছড়ানো হয়, তাহলে সেটিও একটি সতর্কবার্তা।

রক্তপাত

হঠাৎ কোনো তিল থেকে রক্ত পড়া শুরু হলে, দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হন। কারণ এটি হতে পারে ক্যানসার কোষের অস্বাভাবিক বৃদ্ধি।

ব্যথা বা চুলকানি

যদি তিলে চুলকায়, জ্বালাপোড়া করে বা ব্যথা অনুভূত হয়, তখনও তা অস্বাভাবিক। এটি সাধারণ তিল নয়, বরং কোনো রোগের ইঙ্গিত হতে পারে।

ডা. জয়শ্রী দাস পরামর্শ দিয়েছেন, ‘যদি তিলের মধ্যে উপরোক্ত কোনো লক্ষণ দেখা দেয়, দ্রুত একজন চর্মরোগ বিশেষজ্ঞের (Dermatologist) পরামর্শ নিন। কারণ সময়মতো মেলানোমা শনাক্ত করা গেলে এর চিকিৎসা সম্ভব।’

মনে রাখুন

  • সব তিল ক্যানসারজনিত নয়
  • তবে হঠাৎ পরিবর্তন হতে পারে বিপদের সংকেত
  • সময়মতো পদক্ষেপ নিলে জীবন বাঁচানো সম্ভব

তাই শরীরের তিলকে একেবারে অবহেলা না করে নিয়মিত পর্যবেক্ষণ করুন। রূপের শোভা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি স্বাস্থ্য রক্ষা আরও জরুরি।