ছাদের গরম কীভাবে কমাবেন 

গ্রীষ্মপ্রধান দেশে মানুষের গরমকাল নিয়ে একটা বাড়তি টেনশন কাজ করে। কারণ প্রচণ্ড তাপদাহে জীবনযাপন প্রক্রিয়া অনেকটাই পাল্টে যায়। এসি লাগিয়ে ঘর শীতল করার সামর্থ্য সকলের থাকে না। ফলে রাত বাড়লে দুশ্চিন্তা বাড়ে। বিশেষ করে শহরে যারা সবচেয়ে উঁচু তলায় থাকেন তাদের বড় ভয় ছাদের গরম।

প্রখর রোদে সারাদিনে ছাদ গরম হয়। তার পর ধীরে ধীরে গরম হতে শুরু করে ছাদের নীচে থাকা ফ্ল্যাট বা ঘরগুলো। রান্নাঘর বা বাথরুমে গেলে ঘেমে-নেয়ে উঠতে হয়। চলুন কিছু উপায় খুঁজে বের করা যাক, যার সাহায্যে কিছুটা হলেও কমানো যাবে ছাদের গরম।

ছাদে বাগানের বিকল্প নেই: ছাদ ঠাণ্ডা রাখার সবচেয়ে ভালো উপায় ছাদে বাগান করা। নিজের বাড়ি হলে সহজেই এটি করা যায়। ছাদে ছোট বড় অনেকগুলো গাছ লাগাতে পারেন। আবার ছাদ ঘাসও করছেন অনেকে। এই ঘাস ও গাছ সূর্যের আলো থেকে ছাদের মেঝেকে ছায়া দেবে। টবের মাটি সূর্যরশ্মি শোষণ করে নেবে। যার ফলে ছাদ সহজে গরম হতে পারবে না। তবে ছাদে বাগান করার আগে লক্ষ্য রাখবেন, ছাদটি যাতে ওয়াটার প্রুফ হয় এবং ছাদের বাইরের দেওয়াল বা স্ল্যাব পানি টানতে না-পারে। যদি ভাড়া বাড়িতে থাকেন তাহলে সব ভাড়াটে মিলে বাড়ির মালিককে গাছ লাগানোর বিষয়ে আগ্রহী করতে পারেন। নিজেরাই অর্থ, শ্রম দিয়ে বাগান তৈরি করে ফেলতে পারেন।

ছাদকে সাদা রঙ করুন: ছাদের তাপমাত্রা কম করার অপর একটি পদ্ধতি হল রিফ্লেক্টিভ রুফ সারফেস। এর জন্য ছাদের মেঝেকে রঙ করে দিতে হবে। এই রঙগুলো সূর্যরশ্মিকে প্রতিফলিত করে তাপ নিরোধকের কাজ করবে। এর ফলেও ঘর ঠাণ্ডা রাখা যায়। সস্তায় কাজটা করতে চাইলে ছাদে চুন লাগান। তবে বর্ষাকালে এই রঙগুলো ধুয়ে যায়। সে ক্ষেত্রে প্রতি গ্রীষ্মে রং করাতে হবে। আজকাল অনেক প্রতিষ্ঠান এ কাজগুলো করে থাকে।

ছাদে শেড তৈরি করুন: ছাদের মেঝে বা স্ল্যাব কংক্রিটের তৈরি। যা অনেকক্ষণ পর্যন্ত তাপ ধরে রাখতে পারে। পরে সেই তাপই নীচের তলার ঘরকে গরম করে দেয়। এই সমস্যার সমাধানের জন্য ছাদের ওপর শেড লাগাতে পারেন। পুরো ছাদে আলাদা সিমেন্ট শেড করতে পারেন বা ফ্রেম করে ওপরে সানপ্রুফ নেট দিতে পরেন। এছাড়া ছাদে পারগোলা বানিয়ে তাতে লতা জাতীয় গাছ তুলে দিতে পারেন।

হিট রেসিস্টেন্স ফ্লোর: উডেন ডেক টাইলস বা টেরাকোটা টাইলস লাগাতে পারেন ছাদে। এর ফলে ছাদের নীচের তলার ঘর বেশি গরম হবে না। এ ছাড়াও ছাদে হাটার সময় পা-ও পুড়বে না। এমন অনেক ব্রান্ডেড টাইলস রয়েছে, যা সূর্যরশ্মি প্রতিফলিত করে দেয় এবং ছাদ ঠাণ্ডা রাখে।