বর্ষায় কাপড়ের গন্ধ দূর করতে করণীয়

বর্ষাকালে স্যাঁতসেঁতে আবহাওয়ার কারণে কাপড় শুকানো বেশ কষ্টকর। ফলে ভেজা কাপড়ে তৈরি হয় ছত্রাক ও দুর্গন্ধ। সে জন্য আগে থেকেই জেনে রাখুন বর্ষায় ভেজা কাপড় থেকে কীভাবে ময়লা এবং দুর্গন্ধ দূর করবেন?

লেবুর রস 

দুর্গন্ধ দূর করতে ডিটারজেন্টের সঙ্গে একটি পাতিলেবুর রস মিশিয়ে কাপড় কাচুন। এতে গন্ধ চলে যাবে। চাইলে পাতিলেবুর রসের বদলে ভিনেগারও ব্যবহার করতে পারেন।

ভেজা কাপড় জমিয়ে রাখবেন না

বর্ষায় প্রতিদিন জামাকাপড় কাচা যায় না। কিন্তু যেদিন কাপড় কাচবেন, সঙ্গে সঙ্গে শুকনো করে নিন। ভেজা কাপড় বালতিতে জমিয়ে রাখবেন না। এতে গন্ধ বেশি ছড়াবে। পাশাপাশি পোশাকের ফেব্রিকস নষ্ট হয়ে যাবে। বৃষ্টি হলে ঘরের মধ্যে দড়ি টাঙিয়ে এবং পাখা চালিয়ে কাপড় শুকনো করে নিন। 

Clothes2

কাপড় ইস্ত্রি করে নিন

কাপড় শুকনো হয়ে গেলেই ইস্ত্রি করে নিন। এতে গরম তাপে কাপড়ে থাকা জীবাণু মরে যাবে। পাশাপাশি দুর্গন্ধ দূর হবে। আর কাপড় হালকা ভেজা থাকলেও এই টোটকায় শুকিয়ে নিতে পারেন। 

Clothes3

জামায় কাদা লাগলে যা করবেন

বৃষ্টির দিনে রাস্তায় বেরোলে জামাপ্যান্টে কাদা লেগে যাওয়া খুব স্বাভাবিক। কিন্তু বাড়ি ফিরেই ওই জামাপ্যান্ট সাবানপানিতে ডুবিয়ে ফেলবেন না। যে অংশে কাদা লেগেছে, শুধু সেই অংশটুকু পানি দিয়ে ধুয়ে নিন। প্রয়োজনে ওই অংশে ডিটারজেন্টও দিতে পারেন। এতে না কেচেও আপনি কাপড় পরিষ্কার রাখতে পারেন।

ন্যাপথলিন 

বর্ষাকালে আলমারির এক কোণায় কয়েক টুকরো ন্যাপথলিন রেখে দিতে পারেন। এতে আলমারির ভিতরে অনেকদিন ধরে জমে থাকা কাপড়ের স্যাঁতস্যাঁতে গন্ধ আর থাকবে না।