ছোটবেলায় হয়তো অভিভাবকের সঙ্গে হাটে গেছেন অনেকেই, তবে নিজে গিয়ে পশু কেনার দায়িত্ব একেবারেই ভিন্ন অভিজ্ঞতা। একটু অসতর্কতা বা ভুল সিদ্ধান্ত নানা বিপদের কারণ হয়ে উঠতে পারে। তাই প্রথমবার পশুর হাটে যাওয়ার আগে নিচের গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে রাখা ভালো—
বাজেট ঠিক করুন
হাটে যাওয়ার আগে নিজের সামর্থ্য অনুযায়ী একটি নির্দিষ্ট বাজেট ঠিক করুন। এতে বাড়তি খরচ এড়ানো যাবে। সঙ্গে টাকা রাখবেন নিরাপদভাবে। টাকা সরাসরি পকেটে না রেখে আলাদা ব্যাগে বা মানিব্যাগে রাখুন। ভিড়ের মধ্যে পকেটমার বা ছিনতাইয়ের শিকার হওয়ার ঝুঁকি থাকে।
অভিজ্ঞ কাউকে সঙ্গে নিন
দালালদের ঠকাঠকির গল্প কোরবানির হাটে নতুন নয়। তারা বিক্রেতা-ক্রেতা উভয়ের থেকেই টাকা হাতিয়ে নিতে পারে। তাই প্রথমবার গেলে কোনো অভিজ্ঞ ব্যক্তি বা বড়দের সঙ্গে নিয়ে যান। দর-কষাকষিতে ও প্রতারণা থেকে বাঁচতে তারা সহায় হবে।
স্বাস্থ্যবিধি মানুন
হাটের পরিবেশ সাধারণত খুব পরিষ্কার থাকে না—ধুলাবালি, পশুর মল-মূত্র ও দুর্গন্ধে ভরা। মাস্ক ব্যবহার করুন, তবে ঠিকভাবে নাক-মুখ ঢেকে। গরমে আরামদায়ক পাতলা কাপড় পরুন। পানিশূন্যতা এড়াতে সঙ্গে পানি, স্যালাইন বা শরবত নিন।
পায়ের যত্ন নিন
হাটে হাঁটতে গিয়ে কাদা, গোবর ইত্যাদিতে পা ভিজে যেতে পারে। কারো পায়ে ক্ষত থাকলে বা ডায়াবেটিস থাকলে হাটে যাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। পায়ে কিছুর খোঁচা লাগলে বা কেটে গেলে দ্রুত পরিষ্কার করে অ্যান্টিসেপটিক মলম ব্যবহার করুন।
ছোট বাচ্চাদের সঙ্গে না নেওয়াই ভালো
পশুর হাটে ভিড় থাকে, পশুর চিৎকার বা আচরণে শিশুরা ভয় পেতে পারে। হারিয়ে যাওয়ার বা আহত হওয়ার আশঙ্কাও থাকে। তাই শিশুকে হাটে না নেওয়াই ভালো। নিতে হলে একজন দায়িত্ববান বড়কে রাখুন তাদের দেখাশোনার জন্য। একইভাবে অসুস্থ বা বৃদ্ধদের হাটে নেওয়া থেকে বিরত থাকুন।
সুস্থ ও সঠিক পশু নির্বাচন করুন
পছন্দের পশুটি যেন কোরবানির যোগ্য হয় তা নিশ্চিত করতে হবে। গঠন, চলাফেরা, শক্তি—সব দেখে বুঝে তবেই কিনুন। দুর্বল বা অস্বাভাবিক আচরণ করা পশু কিনবেন না। ওষুধ খাইয়ে মোটা করা হয়েছে কি না, তা খতিয়ে দেখুন। প্রয়োজনে হাটে থাকা ভেটেরিনারির পরামর্শ নিন।
দরদাম বুঝে শুনে করুন
বিভিন্ন হাটের গড় দাম সম্পর্কে ধারণা রাখুন। একাধিক পশু দেখে তুলনা করুন। দাম শোনার পর দর-কষাকষি করুন, হুট করে রাজি হবেন না। বিক্রেতার আচরণ সন্দেহজনক মনে হলে সরে আসুন। চূড়ান্ত দাম ঠিক হওয়ার আগে টাকা লেনদেন করবেন না, এবং অবশ্যই রসিদ সংগ্রহ করুন।
পরিবহনের ব্যবস্থা আগে থেকেই ঠিক করে রাখুন
পশু কেনার পর সেটিকে নিরাপদে বাড়ি নেওয়াটাও বড় বিষয়। বড় গরুর জন্য খোলা ট্রাক বা পিকআপ প্রয়োজন হতে পারে। আগেই পরিচিত পরিবহন চালকের নম্বর জোগাড় করে রাখুন। পাশাপাশি বাড়িতে পশু রাখার উপযুক্ত জায়গা প্রস্তুত রাখুন।
পশুর খাবার প্রস্তুত রাখুন
পশু কিনে বাড়ি আনার পর তার দেখাশোনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো খাবার। পশুর আগের মালিকের কাছ থেকে জেনে নিন সে কী ধরনের খাবার খায়। প্রয়োজনে পশু চিকিৎসকের পরামর্শ নিন। পশু কেনার আগে খাবার কিনে রাখলে ঝামেলা কমবে।