ঈদুল আজহার নতুন কালেকশন নিয়ে কে ক্র্যাফট

পরিবার-পরিজন নিয়ে ঈদ উৎসবকে আরও প্রাণবন্ত করতে ট্রেডিশনাল লুকের নান্দনিক পোশাকের বিশেষ আয়োজন নিয়ে এসেছে কে ক্র্যাফট। যেহেতু ঈদের প্রথম দিনটি অনেকের ব্যস্ততার মধ্যে কাটে তাই ঈদের সকাল, বিকেল এবং সন্ধ্যায় কাঙ্ক্ষিত বা উপযোগী পোশাক নির্বাচনে ক্যাজুয়াল কিংবা এক্সক্লুসিভ সবই মিলবে এবারের আয়োজন থেকে। এছাড়া ঈদের লম্বা ছুটিতে যেখানেই যান তার জন্য প্রয়োজন স্টাইলিশ, কিন্তু রিলাক্সড পোশাক। ছোট-বড় সবার জন্যই আবহাওয়া ও পরিবেশের সঙ্গে মানানসই এমনি সব পোশাক আছে এবারের ঈদ আয়োজনে।   

ঈদ আয়োজনের সালোয়ার কামিজ গুলোতে স্বস্তির জন্য যেমন ব্যবহার হয়েছে আরামদায়ক সুতি কাপড়, তেমনি এক্সক্লুসিভ লুক পেতে সিল্ক, জর্জেট, অরগাঞ্জা কাপড়। এছাড়া রয়েছে নানা প্যাটার্নের লং-কুর্তি, রেগুলার কুর্তি, টপস্, ডাবল লেয়ারড কুর্তি, টিউনিক,গাউন,প্যান্টসহ টপস, টপস-স্কার্ট সেট। শাড়িতে কালার কম্বিনেশন এবং মোটিফ ফুটিয়ে তুলতে নানা মিডিয়ার ব্যবহার সবার দৃষ্টি কাড়বে।

ঈদের মতো বড় উৎসবে পাঞ্জাবি পরা অনেকটা অলিখিত নিয়মে দাঁড়িয়েছে। তাই বরাবরের মতোই ছেলেদের জন্য রয়েছে পছন্দের ব্র্যান্ড কে ক্র্যাফটের রেগুলার, কাট বেইজড ও ফিটেড পাঞ্জাবি। এছাড়া পাওয়া যাবে এথনিক শার্ট, ফতুয়া ও টি-শার্ট।   

ঈদের আনন্দটা সবচেয়ে বেশি উপভোগ তো করবে শিশুরাই, তাই তাদের জন্য উৎসব ভিত্তিক পোশাকতো থাকবেই। শিশুদের পোশাকে প্যাটার্ন, ফ্যাব্রিক এবং রঙের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মেয়ে শিশুদের জন্য থাকছে- সালওয়ার কামিজ সেট, টপস-স্কার্ট সেট, টপস-পালাজো সেট, ফ্রক, কুর্তি, টপ। ছেলে শিশুদের জন্য পাঞ্জাবি, শার্টি, টি-শার্ট ফতুয়া সহ নানা আয়োজন। 

ফ্যামিলি পোশাক থাকবে বরাবরের মত। অর্থাৎ মা ও মেয়ের মিলিয়ে পরার মতো সালওয়ার কামিজ, কুর্তি; বাবা ও ছেলের জন্য পাঞ্জাবি। 

কাঁথা স্টিচ, ফ্লোরাল, জিওমেট্রিক, মুঘল, ট্রাইবাল, জামদানি, ইক্কত ও মিক্সড মোটিফের অনুপ্রেরণায় এবারের বিভিন্ন সিরিজের পোশাক। এছাড়া আরও নানা মোটিফ ফুটিয়ে তুলতে হাতের কাজ, এমব্রয়ডারি, কারচুপি, স্ক্রিন ও ব্লক প্রিন্ট, সিকুইন ওয়ার্ক, ডিজিটাল প্রিন্ট এবং টাই-ডাই মিডিয়ার ব্যবহার হয়েছে।  

পরিবেশ ও আবহাওয়ার সাথে সাথে আরামদায়ক বিষয়টি মাথায় রেখে নেয়া হয়েছে কটন, জ্যাকার্ড কটন, সুইস কটন, হ্যান্ডলুম কটন, জর্জেট, সিল্ক, জয়স্রী সিল্ক, হাফ সিল্ক ও অরগাঞ্জা কাপড়। 

রঙ হিসেবে বেছে নেওয়া হয়েছে মেরুন, রিগ্যাল পার্পল, গ্রে, কপার, ক্রিমসন রেড, জাভা গ্রিন, মেটালিক গ্রীন, ব্ল্যাক, টারকুইস, নেভি, অরেঞ্জ, পিচ, স্যালমন পিঙ্ক, ভায়োলেট, ল্যাভেন্ডার, বার্গান্ডি, গোল্ডেন ব্রাউন, পার্ল হোয়াইট, ম্যাজেন্টা সহ নানা রঙ। আরামদায়ক, সময় উপযোগী ও উৎসবধর্মী এই আয়োজন সবার থেকে আপনাকে বিশেষ করে তুলবে।

কে ক্র্যাফটের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, কুমিল্লার সকল শো-রুম ছাড়া অনলাইন শপ kaykraft.com থেকে ঈদ আয়োজন এর পোশাক পাওয়া যাবে সাশ্রয়ী মূল্যে। এছাড়া ফেসবুক পেজ থেকেও অর্ডার করা যাবে।