ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আকর্ষণীয় ঈদ কালেকশন নিয়ে কে ক্র্যাফট

আপডেট : ০৪ মার্চ ২০২৫, ০২:১৪ পিএম

আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে ঈদ। প্রতিক্ষীত এই উৎসবটি আসে আনন্দের সহযাত্রী হয়ে। ঈদকে ঘিরে আগে পবিত্র রমজানের শুরু থেকেই পোশাক নিয়ে ভাবনার সৃষ্টি হয়। আর তাই শিশু থেকে শুরু করে সব বয়সী ক্রেতা ও শুভানুধ্যায়ীদের প্রত্যাশিত নতুন কিছু দেওয়ার জন্য কে ক্র্যাফট ইতিমধ্যে ঈদ আয়োজনের পোশাক নিয়ে হাজির হয়েছে।

মোটিফের সঙ্গে মিলিয়ে আকর্ষণীয় কালার প্যালেটের সমন্বয় সমৃদ্ধ করেছে তাদের এবারের ঈদ সংগ্রহটিকে। যেহেতু গরম থাকবে, তাই আরাম ও স্বস্তিকে প্রাধান্য দিয়ে পোশাক এনেছে ব্র্যান্ডটি। সংগ্রহে থাকা প্রতিটি পোশাকেই মিলবে আভিজাত্যের ছোঁয়া।

সংগ্রহে যা যা আছে
সব বয়সী নারী, পুরুষ ও শিশুদের জন্য আবহাওয়া ও উৎসব উপযোগী পোশাকগুলো সবার দৃষ্টি কাড়বে নিশ্চিত। ঈদের সকাল, বিকেল ও সন্ধ্যায় কাঙ্ক্ষিত পোশাক নির্বাচনে ক্যাজুয়াল কিংবা এক্সক্লুসিভ সবই রয়েছে এবারের আয়োজনে।

ট্রেন্ডি প্যাটার্নের সালোয়ার–কামিজ, ডাবল লেয়ারড সালোয়ার–কামিজ, লং-কুর্তি, রেগুলার কুর্তি, টপস, ডাবল লেয়ারড কুর্তি, টিউনিক, গাউন, কাফতান, প্যান্টসহ টপস ও টপস-স্কার্ট আছে মেয়েদের আয়োজনে। ছেলেদের জন্য রয়েছে রেগুলার, কাট বেজড ও ফিটেড পাঞ্জাবি। এ ছাড়া পাওয়া যাবে রেগুলার ও স্লিম ফিট ক্যাজুয়াল শার্ট, এথনিক শার্ট, ফতুয়া ও টি–শার্ট।

মেয়েশিশুদের জন্য উৎসবভিত্তিক পোশাকে থাকছে সালোয়ার–কামিজ, ফ্রক, কুর্তি, টপস, লেহেঙ্গা সেট, টপস সেট ও স্কার্ট। ছোট ছেলেদের জন্য নানা রঙের পাঞ্জাবি, হাফহাতা শার্ট, ফতুয়া ও টি–শার্ট আছে। তাদের পোশাকের প্যাটার্ন, ফেব্রিক ও রঙের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিটি পোশাকেই ফুটে উঠেছে উৎসবের আমেজ।

এ ছাড়া ছোট মেয়ে, বোন অথবা মায়ের সঙ্গে মিলিয়ে পরার জন্য সালোয়ার–কামিজ, কুর্তি এবং বাবা ও ছেলের জন্য পাঞ্জাবি ও শার্ট থাকবে বরাবরের মতো। এ ছাড়া যুগলদের জন্য আছে বিশেষ পোশাক।

পোশাকে নান্দনিক মোটিফ

কাঁথা স্টিচ, ফ্লোরাল, জিওমেট্রিক, মোগল, ট্রাইবাল, জামদানি, ইক্কত, টার্কিশ আর্ট, ট্র্যাডিশনাল, বিউটি অফ রাগস, মিক্সড মোটিফের অনুপ্রেরণায় এবারের বিভিন্ন সিরিজের পোশাক নকশা করা হয়েছে। এ ছাড়া আরও মোটিফ ফুটিয়ে তুলতে নিখুঁত হাতের কাজ, এমব্রয়ডারি, কারচুপি, স্ক্রিন ও ব্লক প্রিন্ট, সিকুইন ওয়ার্ক, ডিজিটাল প্রিন্ট ও টাই-ডাই মিডিয়ার ব্যবহার হয়েছে।

ফেব্রিক নির্বাচন

উৎসবের সঙ্গে আরামের বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ। সে হিসেবেই বাছাই করা হয়েছে ফেব্রিক। আরামদায়ক সুতি, ডিজাইনড কটন, সুইস কটন, স্ল্যাব কটন, হ্যান্ডলুম কটন, লিনেন তো আছেই। সেই সঙ্গে উৎসবের জমকালো আমেজকে আরেক ধাপ বাড়িয়ে দিতে গুরুত্ব পেয়েছে জর্জেট, সিল্ক, জয়স্রী সিল্ক, হাফ সিল্ক, সাটিন ও অরগাঞ্জা ফেব্রিকের ব্যবহার।

চোখজুড়ানো রং

ফেব্রিক, কাট, প্যাটার্ন ছাড়াও একটি কালেকশন প্রাণ পায় সঠিক ও ট্রেন্ডি রং নির্বাচনের মাধ্যমে। কে ক্র্যাফটের ঈদ কালেকশনের পোশাকে এবার ব্যবহার হয়েছে নানা শেডের রং। বেছে নেওয়া হয়েছে মেরুন, রিগ্যাল পার্পল, রেড, কপার, ক্রিমসন রেড, জাভা গ্রিন, মেটালিক গ্রিন, ব্ল্যাক, টারকুইস, নেভি, অরেঞ্জ, পিচ, চেরি, স্যামন পিঙ্ক, ভায়োলেট, ল্যাভেন্ডার, বার্গান্ডি, গোল্ডেন ব্রাউন, পার্ল হোয়াইট ও ম্যাজেন্টা।

পোশাকের মূল্যসীমা

শাড়ি দুই হাজার থেকে আট হাজার টাকা, তাঁতের শাড়ি ১ হাজার থেকে ৩ হাজার ৫০০ টাকা, সালোয়ার–কামিজ তিন হাজার থেকে আট হাজার টাকা, কুর্তি বা টপস ১ হাজার ৫০০ থেকে চার হাজার টাকা।

ছেলেদের পাঞ্জাবি ১ হাজার ২০০ থেকে ৪ হাজার ৫০০ টাকা, ক্যাজুয়াল শার্ট ১ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকা।

মেয়েশিশুদের পোশাক: সালোয়ার–কামিজ ২ হাজার থেকে ৩ হাজার ৫০০ টাকা, টপস বা ফ্রক ৯০০ থেকে ২ হাজার ৫০০ টাকা, লেহেঙ্গা সেট ১ হাজার ৮০০ থেকে ৩ হাজার ৫০০ টাকা।

ছেলেশিশুদের পোশাক: পাঞ্জাবি ৭০০ থেকে ২ হাজার ২০০ টাকা, শার্ট ৬০০ থেকে ১ হাজার ২০০ টাকা।

কে ক্র্যাফটের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, কুমিল্লার সব শোরুম ছাড়া অনলাইন শপ kaykraft.com থেকে ঈদ আয়োজনের পোশাক কিনতে পারেন সাশ্রয়ী মূল্যে। এ ছাড়া ফেসবুক পেজ থেকেও অর্ডার করা যাবে।

JA
আরও পড়ুন