তোয়ালের দুই প্রান্তে ‘ডবি বর্ডার’ থাকে কেন

তোয়ালের দুই প্রান্তে দুটি বা তিনটি লাইন খুব সহজেই চোখে পড়বে। অনেকেই ভাবেন তোয়ালেতে লম্বা লাইনগুলো কেবল ডিজাইন মাত্র। কেননা, সম্পূর্ণ তোয়ালের ডিজাইন থেকে এই দুই লাইন আলাদা। 

আবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে, কেন এই লম্বা লাইন থাকে সব তোয়ালেতে?

তোয়ালের দুই প্রান্তে থাকা এই লম্বা লাইনগুলোর পোশাকি নাম ‘ডবি বর্ডার’ (dobby border)। বেশ কয়েকটি কারণে এই লম্বা লাইন থাকে তোয়ালেতে। দীর্ঘস্থায়ী ও টেকসই ক্ষমতা বৃদ্ধি করা ডবি বর্ডারের অনেকগুলো কাজের মধ্যে একটি। গামছা থেকে তোয়ালের পানি শোষণের ক্ষমতা অনেক বেশি। এ জন্য তোয়ালে বিশ্বব্যাপী এত জনপ্রিয়।

ডবি বর্ডার দিয়ে তোয়ালেকে শরীরের বিভিন্ন অংশ মোছার জন্য ভাগ করা, যেমন মাঝের অংশ মুখ মোছার জন্য, আর ডবি বর্ডারের নিচের অংশ শরীরের নিচের অংশ মোছার জন্য। তোয়ালের বুনন নকশা গামছা থেকে আলাদা। তোয়ালেতে সুতাগুলো লুপের মতো কিছুটা উঁচু করে সেলাই করা থাকে। এই বিশেষ বুননের কারণে তোয়ালে অনেক বেশি নরম হয়, যা ত্বক মোছার সময় আরামদায়ক অনুভূতি দেয়। এই উঁচু সুতার লুপগুলোর মধ্যে এমনভাবে জায়গা তৈরি করা হয়, যাতে এগুলো সহজে কোনো কিছুর সঙ্গে আটকে গিয়ে বেরিয়ে না আসে। এই লুপের কারণে তোয়ালের পানি শোষণের ক্ষমতা এত বেশি।

তোয়ালের সুতার লুপগুলো যাতে আরও বেশি টেকসই ও দীর্ঘস্থায়ী হয়, সে জন্য ডবি বর্ডার দেওয়া হয়। এই বাড়তি বোনা অংশটি তোয়ালের প্রান্তকে মজবুত করে এবং লুপগুলোকে ছিঁড়ে যাওয়া বা আলগা হওয়া থেকে রক্ষা করে।

এ ছাড়া অনেকে মনে করে, ডবি বর্ডার দিয়ে তোয়ালেকে শরীরের বিভিন্ন অংশ মোছার জন্য ভাগ করা, যেমন মাঝের অংশ মুখ মোছার জন্য, আর ডবি বর্ডারের নিচের অংশ শরীরের নিচের অংশ মোছার জন্য। আবার কেউ কেউ মনে করে, ডবি বর্ডার তোয়ালেকে তাড়াতাড়ি শুকাতে সাহায্য করে। ভেজা তোয়ালে যখন শুকাতে দেওয়া হয়, তখন সুতার লুপগুলো থেকে পানি চুইয়ে ডবি বর্ডার অংশে এসে জমা হয়। 

কেননা, ডবি বর্ডার তুলনামূলকভাবে ঘন বোনা, তাই এই অংশে পানি কিছুটা ধীরে শুকায়। এর ফলে তোয়ালের মূল অংশ দ্রুত শুকিয়ে গেলেও ডবি বর্ডার ভেজা থাকে এবং তোয়ালের সম্পূর্ণ অংশ শুকাতে কিছুটা বেশি সময় লাগে। তবে ডবি বর্ডারের কাজ যা–ই হোক না কেন, এটি তোয়ালেকে যেমন একটি সুন্দর নকশা দেয়, তেমনি আবার একে মজবুত ও দীর্ঘস্থায়ীও করে।