ইনডোর প্ল্যান্টের চাই বিশেষ যত্ন

আজকাল ঘরের কোণে একটু হলেও সবুজের ছোঁয়া সবাই চান। আসলে শহুরে জীবনে ফ্ল্যাটবাড়িতে যেখানে মানুষের স্থান সংকুলান কঠিন হয়ে উঠে সেখানে গাছের জন্য অনেকটা জায়গা পাওয়া কঠিন। তবে এক চিলতে বারান্দা বা ঘরের কোণে রোদ পড়ে এসে পড়ে এমন জায়গা অনেকেরই থাকে। প্রয়োজন একটু সদিচ্ছা এবং গাছের জন্য ভালোবাসা। অন্দর সজ্জায় ইনডোর প্ল্যান্ট বিরাট ভূমিকা পালন করছে। তবে বাড়িতে গাছ শুধু রাখলেই হবে না তা কীভাবে সজীব ও সুন্দর রাখা যায় সেদিকে দিতে হবে বিশেষ নজর।

সাধারণত ইনডোর প্ল্যান্ট অন্যান্য গাছের তুলনায় রক্ষণাবেক্ষণে সামান্য তফাৎ আছে, তবে সেটা মোটেই ঝামেলার কিছু নয়। শুধু কিছু বিশেষ দিকে নজর রাখতে হবে। আপনার ঘরের জন্য কোন গাছটি বেশি মানানসই এবং উপযুক্ত। এটা নির্ভর করবে যে জায়গা এবং বাড়ির সাজসজ্জার ওপর।

Lifestyle 2

* ইনডোর প্লান্ট রাখার চিন্তা মাথায় থাকলে ঘরের রং হালকা হওয়াই ভালো। কারণ গাঢ় রং আলো শোষণ করে নেয়। ঘরের আলোর ওপর নির্ভর করে গাছ নির্বাচন করুন। 

* ঘরের ইন্টেরিয়রে বৈচিত্র্য আনতে আপনি থিম অনুযায়ী গাছ পছন্দ করতে পারেন। হতে পারে সেটা ফুলভিত্তিক, আর্কিটেকচারাল অথবা রং-বেরংয়ের পাতা।

* বাজারে বিভিন্ন ধরনের পাত্র বা টব পাওয়া যায় গাছ লাগানোর জন্য। সেজন্য ঘরের সাইজ ফার্নিচারের সঙ্গে মিল করে আপনি আপনার পছন্দসই পাত্র নির্বাচন করুন।

* বিভিন্ন প্রজাতির ইনডোর প্ল্যান্টস ডেসিনা গ্রুপের মধ্যে আছে গোল্ডেন ডেসিনা, রিবগ ডেসিনা, বাঁশপাতা, অগ্নিসর, কলকি ইত্যাদি। এ ছাড়া ক্রিস্টাল বাঁশ, ফার্ন, গাবপাতা মেরেন্ডা উল্লেখযোগ্য। 

* ঝোলানো  ইনডোর প্ল্যান্টসের মধ্যে আছে বিভিন্ন ধরনের অর্কিড যেমন-ডেন্ডোরিয়াম, মোকারা, অনসিডিয়াম, ক্যাটালগ অর্কিড। এ ছাড়া লিপস্টিক, গ্রিন লিফ, ক্যাকটাস, আইল্যান্ড স্টার, মানিপ্ল্যান্ট অন্দরমহলের জন্য ভালো।

* সপ্তাহে অন্তত একদিন সকালের হালকা রোদে সব গাছ কিছুক্ষণ বাইরে রাখার চেষ্টা করুন। গাছের ঠিকমতো বেড়ে ওঠা এবং বেঁচে থাকার জন্য সূর্যের আলো খুবই জরুরি। তবে দুপুরের কড়া রোদে গাছ রাখবেন না। 

Lifestyle 3

* পচা পাতা, হলুদ বা খয়েরি কাণ্ড গাছের কাছে না জমিয়ে রেখে ফেলে দিন।  নিয়ম করে পুরনো পাতা কিংবা একটু নষ্ট হয়ে যাওয়া পাতা পরিষ্কার করে ফেলুন।

* গাছে  অতিরিক্ত পানি দিলে গাছ পচে যেতে পারে। কিন্তু তাই বলে একেবারে পানি দেওয়া বন্ধ করবেন না। তা হলে গাছ দুর্বল হয়ে পড়বে। গাছের গোড়ায় আঙ্গুল দিয়ে মাটির অবস্থা দেখে তবে পানি দিন।

* গাছের পাতায় বেশি ধুলো জমলে জোরে না ঘষে নরম কাপড়ে অল্প পানি দিয়ে পরিষ্কার করুন। অথবা স্প্রে করে শুকনো কাপড় দিয়ে মুছে নিন। পাতার নিচের অংশও পরিষ্কার করুন।

* গাছের ফুল বা পাতার রং হালকা হতে থাকলে ঠান্ডা ও আলো কম পৌছায় এমন জায়গায় রাখুন। কারণ অতিরিক্ত আলো ও তাপের সংস্পর্শে এসে গাছের পাতা ও ফুলের রং হালকা হয়ে যায়।