ভালোবাসা প্রকাশের ভঙ্গি সবার এক রকম নয়। কেউ সরাসরি মনের কথা জানান দেন, আবার কেউ কেউ হয়তো প্রত্যাখ্যানের ভয় কিংবা বন্ধুত্ব নষ্ট হওয়ার আশঙ্কায় গভীর অনুভূতি বুকে চেপে রাখেন। আপনার আশপাশেই হয়তো এমন কেউ আছেন, যিনি আপনাকে গোপনে ভালোবাসেন কিন্তু সরাসরি বলার সাহস পাচ্ছেন না।
তবে মনোবিজ্ঞানীরা বলছেন, ভালোবাসা যতই গোপন থাকুক, তা আচরণে ঠিকই ধরা পড়ে যায়। কথোপকথনের ভঙ্গি, শরীরী ভাষা কিংবা চোখের চাহনিতে সেই অনুভূতির ছাপ স্পষ্ট হয়ে ওঠে।
'সেভেন্টিন ম্যাগাজিন'-এ প্রকাশিত বিশেষজ্ঞদের আলোচনা অনুযায়ী, নিউইয়র্কভিত্তিক স্নায়ুবিশেষজ্ঞ ড. সানাম হাফিজ জানিয়েছেন, গোপন ভালোবাসা অচেতনভাবে কিছু সাধারণ আচরণে প্রকাশ পায়। দেওয়া হলো সেই কয়েকটি লক্ষণ, যা দেখলে আপনি বুঝতে পারবেন কেউ আপনাকে গভীরভাবে পছন্দ করেন কি না-
আপনার সামনে অপ্রস্তুত হয়ে যায়
ভালো লাগার মানুষের সামনে অনেকেই সহজ থাকতে পারে না। যদি দেখেন কেউ আপনার সামনে এলে হঠাৎ চুপ হয়ে যাচ্ছে, লজ্জা পাচ্ছে বা অস্বস্তিকর আচরণ করছে, তবে সেটা তার গোপন অনুভূতির ইঙ্গিত হতে পারে।
বারবার প্রশংসা করে
তারা শুধু আপনার সৌন্দর্য নয়, বরং আপনার রসিকতা, আত্মবিশ্বাস বা হাতের লেখার মতো ছোটখাটো বিষয়েও বারবার প্রশংসা করে। এই অতিরিক্ত মনোযোগ ইতিবাচক আকর্ষণকেই বোঝায়।
Gratitude in Light
হালকা হিংসা প্রকাশ পায়
আপনি যখন অন্য কারও সঙ্গে সময় কাটান বা অন্য কারও নাম করেন, তখন তাদের আচরণে যদি সামান্য খুঁতখুঁতে ভাব বা ঈর্ষা প্রকাশ পায়, সেটাও গোপন ভালো লাগার লক্ষণ।
বারবার খোঁজখবর নেয়
আপনার দিন কেমন গেল, পরীক্ষা কেমন হলো বা ছুটির পরিকল্পনা কী এসব বিষয়ে কেউ যদি বারবার জানতে চায়, তবে বুঝতে হবে আপনাকে জানার কৌতূহল এবং আপনার প্রতি তার আগ্রহ রয়েছে।
couple
ছোট ছোট বিষয় মনে রাখে
আপনার পছন্দের খাবার, জন্মদিন বা নতুন কোনো ওয়েব সিরিজ দেখার মতো খুঁটিনাটি বিষয়ও যদি তারা মনে রাখে এবং পরে সে বিষয়ে জিজ্ঞেস করে, তবে এটি স্পষ্টতই গভীর মনোযোগের ইঙ্গিত।
সময় কাটাতে চা
প্রকল্পের কাজ হোক বা ক্লাস শেষে কোথাও খেতে যাওয়া সব ধরনের কার্যক্রমে তারা যদি আপনাকে সঙ্গী করার চেষ্টা করে, তবে এটি আপনার সঙ্গে থাকার আগ্রহ প্রকাশ করে।
মন দিয়ে শোনে
কেবল ভদ্রতা নয়, আপনার বলা প্রতিটি কথায় মনোযোগ দেওয়া এবং বিষয়টির গুরুত্ব বোঝার চেষ্টা করা প্রমাণ করে তারা আপনার প্রতি খুবই আগ্রহী।
couple2
শরীরী ভাষায় ইঙ্গিত
আপনার দিকে ঝুঁকে কথা বলা, চোখের দিকে তাকানো এবং হাত-পা খোলা ভঙ্গি এই খোলামেলা শরীরী ভাষা তাদের আগ্রহের নীরব বার্তা দেয়।
চোখে চোখ রাখা
কথাবার্তা বলার সময় নিয়মিত চোখে চোখ রাখা বোঝায় যে তারা আপনাকে গুরুত্ব দিচ্ছে এবং আপনার বলা কথা মনোযোগ সহকারে শুনছে।
আপনাকে দেখে হাসি আটকাতে পারে না
আপনার সামনে এলে মুচকি হাসি, হালকা লজ্জা বা অকারণেই রসিকতা করা এগুলো সবই ভালোবাসার গোপন চিহ্ন, যা মনের আনন্দকে প্রকাশ করে।
মনোবিজ্ঞানীদের মতে, এই লক্ষণগুলো ব্যক্তিবিশেষে ভিন্ন হতে পারে। তবে এই আচরণগুলোর মাধ্যমে আপনি আপনার আশেপাশের বিশেষ মানুষটিকে সহজেই চিনে নিতে পারবেন।