ইউরোপে নিষিদ্ধ হলো জেল নেলপলিশ

গত কয়েকবছর ধরেই নখের কারুকাজ বা নেল আর্টের জনপ্রিয়তা ক্রমেই বেড়েছে। হরেক রঙ ও নকশায় নখ রাঙাচ্ছেন কিশোরী ও তরুণী সবাই। এই ক্ষেত্রে জেল নেলপলিশের চাহিদা বিশেষভাবে বেশি, কারণ সাধারণ নেলপলিশের চেয়ে এটি দীর্ঘস্থায়ী এবং নখের খুঁত ঢেকে দেয়।

Nail polish3

কিন্তু ১ সেপ্টেম্বর থেকে ইউরোপীয় দেশগুলো জেল নেলপলিশ ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে। এর মূল কারণ হলো জেল নেলপলিশে ব্যবহৃত একটি রাসায়নিক পদার্থ ‘টিপিও’ (TPO বা Trimethylbenzoyl Diphenylphosphine Oxide)। ইউরোপিয়ান কর্তৃপক্ষ এই পদার্থকে ‘বিষাক্ত’ ঘোষণা করেছে।

গবেষণায় দেখা গেছে, টিপিও বন্ধ্যাত্ব বা প্রজনন সংক্রান্ত সমস্যার সঙ্গে সম্পর্কিত এবং এটি কার্সিনোজেনিক অর্থাৎ ক্যানসার সৃষ্টি করতে পারে। এছাড়া জেল নেলপলিশ শুকোনোর জন্য ইউভি রশ্মি ব্যবহার করা হয়, যা ত্বকের সঙ্গে দীর্ঘমেয়াদি সংস্পর্শে গেলে ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে।

Nail polish2

নির্দেশিকায় বলা হয়েছে, যেসব ব্র্যান্ডের জেল নেলপলিশে টিপিও নেই, সেগুলো নিরাপদ হিসেবে বিবেচিত হবে। ইউরোপের দেশগুলো এই পদক্ষেপকে জনস্বাস্থ্যের সুরক্ষা হিসেবে দেখছে।