ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

অ্যালোভেরা-নারকেল তেল: ত্বকের যত্নে কোনটি বেশি কার্যকর

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৩ এএম

শুষ্ক ত্বক একটি সাধারণ সমস্যা হলেও এর প্রভাব অনেকের জন্যই বেশ বিরক্তিকর। ত্বক খসখসে হয়ে যায়, ফ্যাকাশে ভাব ফুটে ওঠে এবং অস্বস্তি তৈরি হয়। এ সমস্যা দূর করতে অনেকেই ঘরোয়া উপায় হিসেবে ব্যবহার করেন নারকেল তেল বা অ্যালোভেরা জেল। কিন্তু কোনটি আসলে বেশি কার্যকর?

চিকিৎসকদের মতে, নারকেল তেল ও অ্যালোভেরা জেল দুটিই শুষ্ক ত্বকের জন্য উপকারী। তবে ব্যবহারের ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখা প্রয়োজন।

নারকেল তেল

  • এতে থাকা ফ্যাটি অ্যাসিড ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।
  • ফাটা ও শুষ্ক ত্বক মসৃণ করতে কার্যকর।
  • তবে প্রতিদিন মুখে ব্যবহার করলে কারো কারো ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস হতে পারে। তাই সপ্তাহে দুইবার ম্যাসাজ করা উত্তম।

অ্যালোভেরা জেল

  • এটি হালকা ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে।
  • যেকোনো মৌসুমে ব্যবহার করা যায়।
  • অতিরিক্ত শুষ্ক ও সংবেদনশীল ত্বকের জন্য তুলনামূলকভাবে নিরাপদ।

বিশেষজ্ঞরা বলেন, ত্বকের ধরণ ভিন্ন হওয়ায় একেকজনের জন্য একেক উপায় ভালো কাজ করতে পারে। তাই সরাসরি মুখে ব্যবহার করার আগে অবশ্যই প্যাচ টেস্ট করা জরুরি।

 

NB/SN
আরও পড়ুন