পরিবারের সবাই সাধারণত আলাদা করে দাঁত মাজার ব্রাশ কিংবা তোয়ালে ব্যবহার করলেও গোসলের জন্য একটি সাবানই সবাই ব্যবহার করে থাকেন। প্রশ্ন উঠতে পারে এটি কি স্বাস্থ্যসম্মত? এতে কি কোনো ধরনের ক্ষতির আশঙ্কা আছে? বিজ্ঞানী ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, একই বার সাবান ব্যবহার করা সবসময় নিরাপদ নয়। কারণ, বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ব্যবহৃত বার সাবানের ওপরের স্তরে জীবাণু থাকতে পারে।
‘ইন্ডিয়ান জার্নাল অব ডেন্টাল রিসার্চ’-এর এক গবেষণায় জানানো হয়েছে, ব্যবহৃত সাবানের ওপরে কমপক্ষে পাঁচ ধরনের জীবাণু থাকতে পারে। এর মধ্যে রয়েছে নানা ধরনের ব্যাকটেরিয়া ও ভাইরাস। অন্যদিকে, আমেরিকান জার্নাল অব ইনফেকশন কন্ট্রোল-এর তথ্য বলছে, ৬২ শতাংশ ব্যবহৃত বার সাবানে জীবাণু পাওয়া গেছে। এই জীবাণুরা একজন থেকে অন্য জনের শরীরে সংক্রমণ ছড়িয়ে দিতে পারে।
তবে, সাবান নিজেই জীবাণু ধ্বংসে সহায়ক। এতে থাকা ফ্যাট জীবাণু ধুয়ে ফেলতে সাহায্য করে। কিন্তু সমস্যা হয় তখনই, যখন সাবানটি রাখা হয় এমন পাত্রে, যেখানে পানি জমে থাকে। সেই জমে থাকা পানিই হয়ে ওঠে জীবাণুর আখড়া।
করণীয়:
বিশেষজ্ঞরা বলছেন, সম্ভব হলে বার সাবানের পরিবর্তে তরল সাবান ব্যবহার করাই উত্তম। যদি বার সাবান ব্যবহার করতেই হয়, তবে সেটি শুকনো ও পানি না জমা এমন পাত্রে রাখতে হবে। বাড়ির কোনো সদস্য যদি সংক্রামক রোগে আক্রান্ত হন, তবে তার ব্যবহৃত সাবান অন্যদের থেকে আলাদা করে রাখা উচিত।
শিশু ও বয়স্ক সদস্যদের ক্ষেত্রেও সাবান ভাগাভাগি করা ঝুঁকিপূর্ণ হতে পারে। স্বাস্থ্যবিধি মেনে চললে সাবান ব্যবহারে ঝুঁকি কমানো সম্ভব। তাই সচেতন থাকুন, সুস্থ থাকুন।
সূত্র : হিন্দুস্তান টাইমস