ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বর্ষায় স্যাঁতস্যাঁতে গন্ধ দূর করবেন যেভাবে

আপডেট : ১৩ জুলাই ২০২৫, ০৫:১৩ পিএম

হুট করেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি নামে। এ বৃষ্টি, হয়তো এক ঘণ্টার জন্য হয়। কখনো বা তিন চার ঘণ্টাও স্থায়ী হয়। মাঝে মাঝে দুই দিনের জন্য দীর্ঘস্থায়ী হয়। একটানা বৃষ্টি হওয়ার কারণে ঘরে এক ধরনের ভ্যাঁপসা গন্ধের তৈরি হয়। সবকিছু ভেজা ভাব থাকার কারণে সৃষ্টি হয় স্যাঁতস্যাঁতে গন্ধ। এ সময় বৈরি আবহাওয়াতে ব্যাকটেরিয়া, ভাইরাসের প্রবণতা আরো বেশি জেগে উঠে। ঘরে ফাঙ্গাস দেখা দেয়। পোকামাকড়ের উপদ্রবও হয় বেশি। সব মিলিয়ে এক অস্বস্তিকর পরিবেশের মধ্যে দিয়ে যেতে হয়। একটু সচেতন হলেই এ থেকে পরিত্রাণ পাওয়া যায় খুব সহজেই।

* স্যাঁতস্যাঁতে গন্ধ দূর করতে একটি বাটিতে ভিনেগার রাখুন। ভিনেগারের বাটিটা অবশ্যই ঘরের নির্দিষ্ট জায়গায় একটু উপরে রাখবেন। যেন শিশুদের হাতের নাগালের বাইরে থাকে। চাইলে ভিনেগারের সঙ্গে বেকিং সোডাও মিশ্রণ করতে পারেন। এটি ঘরের আঁশটে গন্ধ দূর করবে।
* হাইড্রোজেন পার অক্সাইডও ব্যবহার করতে পারেন। পানির সঙ্গে এটি সামান্য পরিমাণে মিশিয়ে নিন। বোতলে ভরে স্প্রে করে নিন। খুব তাড়াতাড়ি ভ্যাঁপসা গন্ধ থেকে রেহাই পাবেন।
* আজকাল বাজারে নানারকম সুগন্ধি মোম পাওয়া যায়। সেগুলো মাঝে মাঝে জ্বালিয়ে রাখলে ঘরে স্যাঁতস্যাঁতে ভাব কমে।

* অত্যধিক মাত্রায় বৃষ্টি হওয়ার কারণে ঘরে অধিকাংশ সময় দরজা, জানালা বন্ধ করে রাখতে হয়। এতে ঘর স্যাঁতস্যাঁতে লাগে। বৃষ্টি থামার পর জানালা দরজা খুলে দিন। এতে ঘরের মধ্যে থাকা ভেজা ভাব দূর হবে।
* সুগন্ধিময় এয়ার ফ্রেশনার ব্যবহার করুন। ঘ্রাণ দীর্ঘস্থায়ী হয় এমন ফ্রেশনার কিনুন।
* বর্ষাকালে জানালা, দরজার পর্দা থেকেও গন্ধ ছড়ায়। পনেরো দিন পর পর পর্দাগুলো কেচে দিন।
* লেবু পাতা পানিতে ভিজিয়ে রেখে তা স্প্রে করুন। বাথরুমেও স্প্রে করে নিতে পারেন। এতে ফ্রেশ অনুভূতি আসবে।
* দীর্ঘদিন বৃষ্টি হওয়ার কারণে কাপড় চোপর সহজে শুকায় না। কাপড় ভেজা থাকার ফলে কাপড়ে দুর্গন্ধ হয়। এ দুর্গন্ধ ঘরেও দ্রুত ছড়িয়ে পড়ে। কাপড় না শুকালে ঘরে এক জায়গায় তা এলেমেলো করে রাখবেন না। দড়ি টানিয়ে বাতাসের নিচে কাপড় টান টান করে মেলে রাখুন। রোদ উঠলে অতি দ্রুত রোদে তা শুকিয়ে নিন। এতে কাপড়ও দুর্গন্ধ হবে না। ঘরে গন্ধও কম লাগবে।

KK
আরও পড়ুন