‘কিক ডে’, প্রাক্তনের আবেগকে লাথি মারার দিন

ফেব্রুয়ারিকে বিশ্বজুড়ে ভালোবাসার মাস বলা হয়। এ মাসের দ্বিতীয় সপ্তাহকে আবার ভ্যালেন্টাইন উইকও বলা হয়। ভালোবাসা সপ্তাহের পর চলছে ‘অ্যান্টি ভ্যালেন্টাইন উইক’। প্রথম দিন উদ্‌যাপিত হয়েছে ‘স্ল্যাপ ডে’। আজ ‘কিক ডে’ সেলিব্রেশনের দিন । তবে কিক ডে মানে আক্ষরিক অর্থে কিক বা লাথি মারা বোঝায় না কিন্তু! অতীতকে কিক করে এগিয়ে যাওয়ার দিন আজ।

প্রাক্তন প্রেমিক বা প্রেমিকার সঙ্গে কাটানো মুহূর্তগুলো যেমন সুন্দর স্মৃতি হয়ে থাকে অনেকের জীবনে। ঠিক সেরকমই, কিছু সম্পর্ক হয় দম বন্ধ করা। সেই দমবন্ধ করা অতীতকে পেছনে ফেলার দিন এসেছে। অথবা সম্পর্কে যদি কোনো নেগেটিভিটি থাকে, তাহলে আজই তা দূরে সরিয়ে দিন। নতুন করে বাঁচুন, আর প্রেমে বাঁচুন।

জীবনে যা কিছু দেখে খারাপ লেগেছে, সে সবের উদ্দেশে লাথি দেখিয়ে এগিয়ে চলার দিন। মনের মধ্যে ভালোবাসা ঘিরে থাকা সব রকম নেতিবাচক ভাবনাকে উড়িয়ে দিয়ে নতুনভাবে বাঁচতে চাওয়ার দিন।

অ্যান্টি ভ্যালেন্টাইন উইক চলবে সাত দিন। স্ল্যাপ ডে, কিক ডে-এর পর রয়েছে পারফিউম ডে, ফ্লার্টিং ডে, কনফেশন ডে, মিস ডে, ব্রেক আপ ডে। ২১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে প্রেমের একেবারে উলটো পিঠের উদ্‌যাপন।