ঢাকা
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বিশ্ব হ্যালো দিবস 

ঝগড়া মিটিয়ে বলে উঠুন 'হ্যালো'

আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ১২:৪৮ পিএম

আজ ২১ নভেম্বর বিশ্ব হ্যালো দিবস। এই দিনটি প্রতি বছর পালিত হয় শান্তি, বন্ধুত্ব এবং যোগাযোগের মাধ্যমে দ্বন্দ্ব নিরসনের গুরুত্ব প্রকাশের উদ্দেশ্যে। অংশগ্রহণকারীদের উদ্দেশ্য হল কমপক্ষে দশজন বা তার বেশি ব্যক্তিকে মৌখিকভাবে শুভেচ্ছা জানানো।

বিশ্ব হ্যালো দিবসের শুরু হয় ১৯৭৩ সালে ইয়োম কিপ্পুর যুদ্ধের প্রেক্ষাপটে। তখন অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির পিএইচডি স্নাতক ব্রায়ান ম্যাককরম্যাক এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্নাতক মাইকেল ম্যাককরম্যাক উদ্যোগ নিয়ে এই দিবস প্রতিষ্ঠা করেন। প্রথমবারের মতো দিবসটি উদযাপনের জন্য তারা সাতটি ভাষায় ১,৩৬০টি চিঠি বিশ্বজুড়ে সরকারি নেতাদের কাছে পাঠান। সেই সময় থেকে, বিশ্বজুড়ে ১৮০টি দেশ এই দিবস পালন করছে।

বিশ্ব হ্যালো দিবসের মূল উদ্দেশ্য হলো শক্তি প্রয়োগের পরিবর্তে কথোপকথনের মাধ্যমে সমস্যার সমাধান করা। অংশগ্রহণকারীরা তাদের সাধারণ শুভেচ্ছার মাধ্যমে শান্তি রক্ষার বার্তা পাঠান। এই দিবসের মাধ্যমে বিশ্বের মানুষ তাদের উদ্বেগ প্রকাশ করে এবং নেতাদের উদ্দেশ্যে সঙ্কেত দেয়, যাতে তারা দ্বন্দ্ব নিরসনের জন্য বলপ্রয়োগের পরিবর্তে সংলাপকে প্রাধান্য দেন।

নোবেল শান্তি পুরস্কার বিজয়ীরা বিশ্ব হ্যালো দিবসকে শান্তি রক্ষার একটি কার্যকর হাতিয়ার হিসেবে উল্লেখ করেছেন। এছাড়াও প্রায় ১০০ জন লেখক, বিনোদনকারী ও বিশ্বনেতা দিবসটির মূল্যায়ন করেছেন, যা বিশ্বের যে কোনও ব্যক্তিকে শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখার সুযোগ করে দেয়।

বিশ্ব হ্যালো দিবসে অংশ নেওয়া যেকোনো ব্যক্তি সহজভাবে অন্যদের শুভেচ্ছা জানিয়ে শান্তির বার্তা ছড়াতে পারে। এই সাধারণ উদযাপন সামাজিক যোগাযোগ ও মানুষের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে উৎসাহিত করে।

NB/AHA
আরও পড়ুন