হঠাৎ বৃষ্টিতে করণীয়

প্রকৃতির মন বোঝা বড় দায়। বাসা থেকে কোথাও যাওয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার পর বৃষ্টি শুরু হলেই বিপদ। বৃষ্টি তো আর বলে কয়ে আসে না। রোদ-বৃষ্টি যেটাই হোক কাজতো আর থেমে থাকবে না। বাইরে বের হতেই হবে। তাই এইসময়ের জন্য আগাম প্রস্তুতি নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। তাহলে চলুন জেনে নিই হুটহাট বৃষ্টি মোকাবিলায় কী কী করণীয়-

উপযোগী পোশাক পরুন 

রোদ-বৃষ্টি উভয় উপযোগী পোশাক পরতে হবে এসময়। মোটা কাপড়ের তুলনায় হালকা কাপড় এক্ষেত্রে সহজ সমাধান। ভিজলেও শুঁকাতে সময় লাগে না, আবার রোদের তাপেও হালকা কাপড় আরামদায়ক হবে। সুতি কাপড়ের বদলে তাই সিল্ক কিংবা জর্জেট কাপড়ের বেশ চাহিদা দেখা যায় এ সময়। 

ওয়াটপ্রুফ ব্যাগ

ব্যাগ নির্বাচনে ওয়াটার প্রুফ ব্যাগ বাছাই করুন যাতে যখন তখন বৃষ্টি নামলেও প্রয়োজনীয় জিনিসপত্র না ভিজে। ওয়াটার প্রুফ ব্যাগ না থাকলে বাড়তি একটি পলি-ব্যাগ রাখুন। হঠাৎ বৃষ্টি নামলে মোবাইল ফোন, ইয়ার-প্লাগ, পাওয়ার ব্যাংক, টাকা ইত্যাদি যেন ভিজে যাওয়া থেকে রক্ষা পায়।

ছাতা ও রেইনকোট

বৃষ্টিতে বাইরে বের হওয়ার সময় অবশ্যই ছাতা বা রেইনকোট ব্যবহার করুন। এটা আপনাকে ভিজে যাওয়া থেকে রক্ষা করবে।

rain

সঠিক জুতা

পানিতে পা ভিজে যাওয়া ঠেকাতে ওয়াটারপ্রুফ জুতা পরিধান করুন। পিচ্ছিল রাস্তা এড়াতে গ্রিপযুক্ত জুতা বেছে নিন।

ইলেকট্রনিক ডিভাইস সংরক্ষণ 

মোবাইল ফোন বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসগুলি ওয়াটারপ্রুফ ব্যাগে রাখুন বা প্লাস্টিক দিয়ে ঢেকে নিন।

সাবধানে হাঁটা বা গাড়ি চালানো

বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল হয়ে যায়, তাই হাঁটার সময় সাবধান থাকুন। গাড়ি চালানোর সময় গতি কমিয়ে চলুন। সামনে ও পেছনের যানবাহনের সঙ্গে যথেষ্ট দূরত্ব বজায় রাখুন।

বন্যা বা জলাবদ্ধ এলাকা এড়িয়ে চলুন

যেখানে জলাবদ্ধতা বা বন্যার আশঙ্কা রয়েছে, সেইসব এলাকা এড়িয়ে চলা উচিত। হঠাৎ বন্যা বা ড্রেনের মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

শরীর ভালোভাবে শুকান

বৃষ্টি থেকে ফিরে এসে ভালোভাবে শুকিয়ে নিন। ভিজে থাকা কাপড় পরিবর্তন করে শুকনো কাপড় পরুন যাতে ঠান্ডা না লাগে।