বর্তমান যুগে প্রেম কিংবা সম্পর্ক গড়ে তোলা আগের চেয়ে অনেক বেশি জটিল ও হতাশাজনক হয়ে উঠেছে। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে বদলে গেছে মানুষের মানসিকতা, প্রত্যাশা ও সম্পর্কের ধরণ। রেডিটের বিভিন্ন ব্যবহারকারীর অভিজ্ঞতা বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা চিহ্নিত করেছেন আধুনিক ডেটিং ব্যর্থতার পেছনে পাঁচটি প্রধান কারণ। চলুন তা জেনে নেওয়া যাক-
অসম প্রত্যাশা ও দায়বদ্ধতার অভাব
আজকের ডেটাররা প্রায়শই সঙ্গীর কাছ থেকে নিখুঁত গুণাবলি চান, অথচ নিজের পক্ষ থেকে তেমন কোনো চেষ্টা করেন না। পারস্পরিক সমঝোতা ও দায়িত্বশীলতার ঘাটতি সম্পর্ককে দুর্বল করে দেয়।
অগণিত বিকল্পের প্রলোভন
ডেটিং অ্যাপের কারণে এখন হাতের মুঠোয় অগণিত ‘পছন্দ’। এতে একজনের সঙ্গে মানিয়ে নেওয়ার মানসিকতা কমে যাচ্ছে। সবাই মনে করে— ‘আরও ভালো কেউ নিশ্চয়ই আছে।’
ভুল করার সুযোগ না থাকা
সম্পর্কে ‘নিখুঁত মানুষ’ খোঁজার প্রবণতায় একজন সামান্য ভুল করলেই তা বড় করে দেখা হয়। ক্ষমা, বোঝাপড়া কিংবা সুযোগ দেওয়ার সংস্কৃতি হারিয়ে যাচ্ছে।
দুর্বল যোগাযোগ ও হঠাৎ বিচ্ছেদ
সরাসরি কথা বলার অভ্যাস কমে যাওয়ার কারণে অনেকেই আজকাল হঠাৎ নিরুৎসাহিত হয়ে যান। এতে আত্মবিশ্বাসে আঘাত লাগে এবং মানুষের প্রতি বিশ্বাস কমে যায়।
পারস্পরিক শ্রদ্ধার ঘাটতি
নিজেকে প্রাধান্য দিতে গিয়ে অনেকে ভুলে যান—অপর পক্ষও একজন মানুষ, যার অনুভূতি রয়েছে। ছোটখাটো বিষয়ে অবজ্ঞা কিংবা অসম্মান অনেক সময় সম্পর্কের ইতি টেনে দেয়।
আধুনিক ডেটিংয়ে সফল হতে হলে চাই বাস্তববাদী মনোভাব, খোলামেলা যোগাযোগ, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ। না হলে ভালোবাসা শুধু স্ক্রল করে চলে যাওয়া একটি প্রোফাইলেই সীমাবদ্ধ থাকবে।