ঢাকা
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

যে কারণে ডেটিংয়ে মিতব্যয়ী জেন-জি

আপডেট : ০১ আগস্ট ২০২৫, ১২:৩৮ পিএম

আগের তুলনায় ডেটিংয়ে অনেক বেশি মিতব্যয়ী হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের তরুণ প্রজন্ম (জেন-জি)। ব্যাংক অব আমেরিকার এক সাম্প্রতিক জরিপে দেখা গেছে, ১৮ থেকে ২৮ বছর বয়সী তরুণ-তরুণীদের বড় একটি অংশ এখন ডেটিংয়ে খুব কম খরচ করছে বা একেবারেই খরচ করছে না। 

জরিপের ফলাফল

জরিপে অংশ নেওয়া ৯০০ জনের অর্ধেকেরও বেশি জানিয়েছেন, তারা ডেটিংয়ে কোনো খরচই করেননি। খরচকারীদের মধ্যে ২৫ শতাংশ পুরুষ এবং ৩০ শতাংশ নারী মাসে ১০০ ডলারেরও কম ব্যয় করেছেন। অংশগ্রহণকারীরা জানিয়েছেন, রোমান্টিক সম্পর্কে আর্থিক দায়িত্ব ভাগাভাগি করাটাই এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ব্যাংক অব আমেরিকার হলি ও’নিল বলেন, প্রাপ্তবয়স্ক হওয়া এখন আগের চেয়ে অনেক ব্যয়বহুল। জেন-জি প্রজন্ম তাই খরচ নিয়ন্ত্রণে রাখছে—বাইরে খাওয়া কমিয়েছে, সস্তা দোকান থেকে কেনাকাটা করছে এবং সুনির্দিষ্ট বাজেটে জীবনযাপন করছে।

সঞ্চয় ও দেনা পরিশোধে গুরুত্ব

জরিপে অর্ধেকেরও বেশি তরুণ জানিয়েছেন তারা বেশি সঞ্চয় করছেন। প্রায় ২৪% তরুণ দেনা শোধে অর্থ ব্যয় করছেন, যাতে ভবিষ্যতে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া যায়।

অর্থনৈতিক চাপ

জুন মাসে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বেড়েছে, বিশেষ করে কফি, অডিও সরঞ্জাম এবং গৃহসামগ্রীর দাম বাড়ার কারণে। অর্থনীতিবিদরা বলছেন, আমদানি শুল্ক বৃদ্ধিও সাধারণ মানুষের খরচে প্রভাব ফেলছে।

আয়ের সীমাবদ্ধতা

অর্ধেকেরও বেশি তরুণ মনে করেন, তাদের আয় কাঙ্ক্ষিত জীবনযাপনের জন্য যথেষ্ট নয়। ৫৫% জরুরি প্রয়োজনে তিন মাসের খরচ চালানোর মতো সঞ্চয়ও নেই।

পরিবার থেকে আর্থিক সহায়তা কমেছে—আগে যেখানে ৪৬% তরুণ সহায়তা পেতেন, এখন তা নেমে এসেছে ৩৯%-এ।

সব মিলিয়ে, উচ্চ জীবনযাত্রার খরচ, মূল্যস্ফীতি ও পর্যাপ্ত আয়ের অভাবে জেন-জি প্রজন্ম প্রেমের খরচেও হিসাবি হয়ে উঠেছে, বেশি গুরুত্ব দিচ্ছে সঞ্চয় ও আর্থিক স্থিতিশীলতাকে।

RF/AHA
আরও পড়ুন