পরকীয়ায় জড়িয়ে সংসারে অশান্তি? জেনে নিন উপায়

একজনের সঙ্গে সম্পর্কে থাকার পরও অন্য নারীর সাথে ঘনিষ্ঠ হয়ে পড়ে অনেকেই। আবার স্ত্রী থাকার পরও অন্য নারী প্রতি দুর্বল হয়ে পড়া ঘটনাও এখন প্রতিদিনই ঘটছে। এসব করতে গিয়ে অনেকে পার্টনারের কাছে ধরাও পড়ে যান। যা সামলাতে না পেরে সংসার বা বিদ্যমান সম্পর্কে ভাঙ্গন শুরু হয়। এমন পরিস্থিতি সামাল দেওয়ার বেশ কিছু উপায় রয়েছে। 

আসুন তা জেনে নেওয়া যাক সামাল দেওয়ার বেশ কিছু উপায় :

১) মন থেকে ক্ষমা চেয়ে নিন

স্ত্রী বা প্রেমিকাকে লুকিয়ে অন্যের সঙ্গে মেলামেশা করছেন। তাতে তিনি অনেক বড় আঘাত পেয়েছেন। এই ভাবে আঘাত দেওয়ার জন্য আপনার অনুশোচনা থাকা উচিত। তার কাছে মন থেকে ক্ষমা চান। আপনার মনের কথা তাকে জানান। অনুশোচনা প্রকাশ করে জানান, আপনি সব ঠিক করে নিতে চান।

২) অস্বীকার করবেন না ভুলেও

আপনি যা করেছেন, তার দায় স্বীকার করুন। নিজের এ ভুলের পিছনে যুক্তি খুঁজবেন না। ব্লেম গেম তো একেবারেই নয়।

৩) পার্টনারের কথাও মনোযোগ দিয়ে শুনুন

আপনার অন্যে সঙ্গে সম্পর্ক থাকলে স্ত্রী কষ্ট লাগবে সেটাই স্বাভাবিক। এ সময় অনেক কথা শোনাতে পারেন তিনি।  তার কথা বলার মাঝে কথা না বলে মনোযোগ দিয়ে শুনুন। নিজেকে বাঁচানোর চেষ্টা ভুলেও করবেন না।

৪) সততার সঙ্গে উত্তর দিন

অন্য কারও সঙ্গে আপনাকে দেখে পার্টনারের মনে প্রশ্ন আসবেই। কী ঘটেছিল? উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকুন। স্বচ্ছতা ও সততার সঙ্গে সব জানান। তবে অপ্রয়োজনীয় তথ্য নয়। এতে তার খারাপ লাগতে পারে।

৫) একটু ধৈর্য ধরতে হবে

সম্পর্কে অবিশ্বাস তৈরি হলে তা সঙ্গে সঙ্গে আবার ঠিক হওয়া সম্ভব নয়। তাই পার্টনারকে স্পেস দিন। এই বিষয়টাকে সম্মান জানান। সিদ্ধান্ত নেওয়ার জন্য তাকে একা ছেড়ে দিন। সেই সময়ে বারবার একই কথা তার কাছে বলবেন না। আপনার প্রতি বিশ্বাস তৈরি হতে সময় লাগবে। তাই ধৈর্য ধরুন।

৬) কাউন্সেলিংয়ের সাহায্য নিন

একা সম্পর্ক জোড়া লাগাতে পারছেন না? সেক্ষেত্রে প্রফেশনাল কাপল কাউন্সেলিংয়েরও সাহায্য নিতে পারেন। আপনাদের মধ্যেকার সমস্যা মিটিয়ে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ পেতে পারেন।