বগুড়া প্রতিনিধি: বগুড়ার সিনিয়র সাংবাদিক ও জনপ্রিয় ফিচার লেখক এ এস এম খবিরুল হক (সমুদ্র হক) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে তিনি বাসায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সমুদ্র হকের শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল। সকালে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে শজিমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
১৯৫২ সালের ২৩ অক্টোবর বগুড়া শহরের সূত্রাপুর এলাকায় জন্মগ্রহণ করেন সমুদ্র হক। ১৯৯২ সালের ২১ ফেব্রুয়ারি থেকে তিনি দৈনিক জনকণ্ঠ পত্রিকায় কর্মরত ছিলেন। জনপ্রিয় ফিচার লেখক হিসেবে তার রয়েছে ব্যাপক পরিচিতি। এরআগে দৈনিক উত্তরবার্তায় কাজ করেছেন তিনি।
ব্যক্তিজীবনে দুই কন্যা সন্তানের বাবা ছিলেন সমুদ্র হক। সাংবাদিক সমুদ্র হকের মৃত্যুতে পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছে বগুড়া প্রেসক্লাব, বগুড়া সাংবাদিক ইউনিয়ন ও সাংবাদিক ইউনিয়ন বগুড়া। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বাদ মাগরিব শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন মার্কাস মসজিদে জানাজা শেষে তাকে ভাই পাগলার মাজার গোরস্থানে দাফন করার কথা রয়েছে।