চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ সেপ্টেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিক সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদুল হুদা অলকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন দিলু, এসএটিভির প্রতিনিধি আহসান হাবিব, যমুনা টেলিভিশনের প্রতিনিধি মনোয়ার হোসেন জুয়েল, দৈনিক করতোয়া পত্রিকার প্রতিনিধি জাকির হোসেন, ডিবিসি টেলিভিশনের প্রতিনিধি জহরুল ইসলাম ও রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাফুদৌলা।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, সম্প্রতি ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল না করে, সংশোধন করা হয়েছে। এরই মধ্যে এই আইনে ঠাকুরগাঁও-এ সাংবাদিক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মামলা হয়েছে। বক্তারা, সাংবাদিক মামুনের বিরুদ্ধে করা মামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।
