আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিদেশি কূটনীতিক, উন্নয়ন সহযোগী ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের অবহিত করেছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই গুরুত্বপূর্ণ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
এদিন, দুপুর আড়াইটার পর থেকে বিদেশি কূটনীতিক, উন্নয়ন সহযোগী ও অন্যান্য অংশীজনদের প্রতিনিধিরা পদ্মায় প্রবেশ শুরু করেন। এখনো কিছু কিছু মিশনের প্রতিনিধিরা পদ্মায় প্রবেশ করছেন।
সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিক, উন্নয়ন সহযোগী ও অন্যান্য অংশীজনদের ব্রিফ করবেন পররাষ্ট্র সচিব। ব্রিফিংয়ে আসন্ন জাতীয় নির্বাচনসহ বাংলাদেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরা হতে পারে।
ঢাকার একটি কূটনৈতিক সূত্র বলছে, ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব আসন্ন সংসদ নির্বাচনের প্রস্তুতি ও রোডম্যাপ, নির্বাচন কমিশনের ভূমিকা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে কূটনীতিক ও উন্নয়ন সহযোগীদের অবহিত করবেন।
ব্রিফিংয়ে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচনি পরিবেশ তৈরিতে অঙ্গীকারের ওপর সরকার যে গুরত্ব দিচ্ছে, সেটি তুলে ধরা হতে পারে।