আজ বিকেলে দুবাই পৌঁছাবে এমভি আবদুল্লাহ

সোমালি জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ আজ বিকেলে দুবাইয়ের আল-হামরিয়া বন্দরে নোঙর করবে।

নিরাপদ জায়গায় যাওয়ার পর গতি বাড়ানোর ফলে জাহাজটি এক দিন আগেই রোববার (২১ এপ্রিল) বন্দরে পৌঁছাবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের সিইও মেহেরুল করিম। এর আগে জাহাজের মালিকপক্ষ এস আর শিপিং জানিয়েছিল জাহাজটি ২২ এপ্রিল দুবাই পৌঁছাবে।

গণমাধ্যমে তিনি জানান, সব কিছু ঠিক থাকলে জাহাজটি রোববার আরব আমিরাতের স্থানীয় সময় বিকাল ৪টায় দুবাইয়ে নোঙর করবে। সেখান দেড় দিন সময় লাগবে। নাবিকদের শপিং এর ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, দুজন নাবিক জেনারেল স্টুয়ার্ড মোহাম্মদ নূর উদ্দিন ও সেকেন্ড ইঞ্জিনিয়ার মোজাহেদুল ইসলাম চৌধুরী উড়োজাহাজে আগে দেশে ফিরবেন। বাকিরা ২১ নাবিক এমভি আবদুল্লাহতে চট্টগ্রাম ফিরবেন। সেক্ষেত্রে নতুন কার্গো নেওয়াসহ সব মিলিয়ে ১৫ দিন সময় লাগবে। আর সমুদ্র যাত্রায় সময় লাগবে ১০ দিন। নাবিকদের সাথে দেখা করতে এস আর শিপিং এর একটি দল কাল সকালে দুবাইয়ের পথে রওনা হবে।

গত ১২ মার্চ মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে আরব আমিরাতের আল-হামরিয়া বন্দরে যাওয়ার পথে ভারত মহাসাগর থেকে ২৩ নাবিকসহ বাংলাদেশি জাহাজটি ছিনতাই করে সোমালিয়ার জলদস্যুরা। এরপর তারা জাহাজটি সোমালিয়া উপকূলে নিয়ে যায়। প্রায় ৩৩ দিনের জিম্মিদশার পর ১৩ এপ্রিল ছাড়া পায় নাবিকসহ এমভি আবদুল্লাহ। মুক্ত হওয়ার পরই জাহাজটি ১ হাজার ৪৫০ নটিক্যাল মাইল দূরে থাকা আরব আমিরাতের আল-হামরিয়া বন্দরের উদ্দেশে রওনা হয়।