ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

এমভি জাহান মণিতে চট্টগ্রাম বন্দরে ফিরবেন নাবিকরা

আপডেট : ১৪ মে ২০২৪, ০১:৪৫ পিএম

জলদস্যুদের কবল থেকে মুক্তির ঠিক এক মাসের মাথায় সোমবার (১৩ মে) সন্ধ্যায় কুতুবদিয়ায় এমভি আবদুল্লাহ নোঙর করেছে। তবে জাহাজের ২৩ নাবিক এই জাহাজে চট্টগ্রামে ফিরবেন না। কুতুবদিয়া থেকে তাদের চট্টগ্রামে নিয়ে যাবে এমভি জাহান মনি নামের একটি লাইটারেজ জাহাজ।

সোমবার (১৩ মে) রাত ৮টার পর নতুন নাবিকদের এ টিম জাহাজে পৌঁছে। তারা লাইটার জাহাজ এমভি জাহান মণি-৩-এ করে এমভি আবদুল্লাহ জাহাজে গেছেন। কেএসআরএমের প্রধান নির্বাহী মেহেরুল করিম বিষয় নিশ্চিত করেছেন।

মেহেরুল করিম বলেন, এমভি আবদুল্লাহ জাহাজে ২৩ নাবিকের নতুন টিম পৌঁছে গেছে। তারা জাহাজের দায়িত্বভার গ্রহণের পর বাকিরা লাইটার জাহাজে করে কাল চট্টগ্রাম বন্দরের এনসিটি-১-এ ফিরে আসবেন।’

তিনি বলেন, এমভি আবদুল্লাহর নাবিকরা দস্যুদের কবলে জিম্মি থাকা অবস্থায় তাদের মানসিকভাবে নানা ঝক্কি-ঝামেলা পোহাতে হয়। কোনও কোনও নাবিক ট্রমায় ভুগছিলেন। এ কারণে তাদের বিশ্রামের জন্য ছুটিতে পাঠানো হচ্ছে।’ তবে কতদিন তারা ছুটিতে থাকবেন এ বিষয়ে কিছু জানা যায়নি।

সোমবার সন্ধ্যা ৬টায় এমভি আবদুল্লাহ কক্সবাজারের কুতুবদিয়া উপকূলে নোঙর করে। এর আগে গত ৩০ এপ্রিল ভোর রাত ৪টার দিকে জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের মিনা সাকার বন্দর থেকে ৫৬ হাজার মেট্রিক টন চুনাপাথর নিয়ে দেশের পথে রওনা দেয়।

AS
আরও পড়ুন