ঈদযাত্রায় বিভিন্ন সড়কে উপচেপড়া ভিড়

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে শেষ সময়ে সড়ক, নৌ এবং ট্রেনে করে ছুটছেন গন্তব্যস্থলে। ফলে শনিবার (১৫ জুন) সকাল থেকে বিভিন্ন সড়কে দেখা গেছে উপচেপড়া ভিড়। এবারও ঈদযাত্রায় যানজট, পরিবহন সংকট এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও গাজীপুরের চন্দ্রায় রয়েছে যানবাহনের দীর্ঘ সারি। ঢাকা থেকে উত্তরাঞ্চলের পথে যানবাহনের ধীর গতি দেখা গেছে। পরিবহন সংকটে ভোগান্তিতে যাত্রীরা। ট্রাক, পিকআপেও অনেকে ফিরছেন আপন নীড়ে।

মহাখালি বাস টার্মিনালে যাত্রীদের অভিযোগ বাড়তি ভাড়া নেওয়ার। এদিকে কমলাপুর রেলস্টেশন থেকে সময় মতোই ছেড়ে যাচ্ছে ট্রেন। এখানে যাত্রী চাপ কিছুটা কম এবং শিডিউল বিপর্যয় নেই। যানজট নিরসনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, যারা মূলত বেসরকারি চাকরি করেন তারাই আজ ঢাকা থেকে বাড়ি ফিরছেন। শনিবার বাধ্যতামূলক অফিসে হাজিরা দিতে হবে, তাই কোনোরকম হাজিরা দিয়েই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন অনেকে। আর সরকারি চাকরিজীবীদের অধিকাংশই শুক্র-শনিবার সরকারি ছুটি থাকায় আগেই নিজ নিজ গন্তব্যে পাড়ি জমিয়েছেন।