ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

৬ দিন মালবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা

আপডেট : ২৩ মার্চ ২০২৫, ০৮:৩৯ এএম

ঈদুল ফিতর সামনে রেখে ২৫ থেকে ২৮ মার্চ এবং ঈদের পরের তিন দিনও মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ বন্ধ থাকবে। সম্প্রতি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ বিষয়ে একটি নির্দেশনা জারি করা হয়েছে।

এতে বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন উপলক্ষে সড়ক-মহাসড়ক, সেতু ও রেলপথে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে গত ৯ মার্চ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে বিদ্যুৎ ভবনে এক সভাটি সভা হয়। 

ওই সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন ঈদ উপলক্ষে আগামী ২৫ থেকে ২৮ মার্চ পর্যন্ত এবং ঈদ পরবর্তী ৩ দিন ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার এবং জ্বালানি বহনকারী যানবাহনগুলো এর আওতামুক্ত রাখতে হবে। বিষয়টি বিআরটিএ কর্তৃক বিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে জানানোর পাশাপাশি এ সিদ্ধান্তের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

AHA
আরও পড়ুন