বাংলাদেশ বিমান বাহিনীর শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসি (এয়ার) ২০২৩-এর জন্য নির্বাচিত সদস্যদের মাঝে সনদপত্র ও ট্রফি বিতরণ করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) বিমান বাহিনী সদর দপ্তরে শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসিদের হাতে সনদ ও ট্রফি তুলে দেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাহিনীতে বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ কর্মরত কর্মকর্তা, বিমানসেনা ও এমওডিসি (এয়ার) সদস্যদের মাঝে প্রতি বছর শান্তিকালীন পদক দেওয়ার বিধান রয়েছে। এরই ধারাবাহিকতায় ২০২৩ সালের জন্য ৩৯ জন বিমান বাহিনীর কর্মকর্তা ও বিমানসেনাকে শান্তিকালীন পদক দেওয়া হয়েছে।
এতে বলা হয়, অসীম সাহসিকতা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ মরহুম স্কোয়াড্রন লিডার মুহাম্মদ আসিম জাওয়াদকে মরণোত্তর বিমান বাহিনী পদক (ইইচ) মরহুমের স্ত্রী ও মায়ের কাছে হস্তান্তর করা হয়। এছাড়া ২০২৩ সালের জন্য নির্বাচিত ছয় জন শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসি (এয়ার) সদস্যদেরকে ট্রফি ও সনদপত্র দেওয়া হয়।
অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান সবার উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন। এ সময় ট্রফি ও পদকপ্রাপ্ত শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসির (এয়ার) সদস্যদের বিমান বাহিনী প্রধান অভিনন্দন জানান এবং তাদের এই সম্মাননা কর্মক্ষেত্রে সফলতার স্বীকৃতিস্বরূপ যা অন্যান্যদের মাঝে অনুপ্রেরণা সৃষ্টি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সহকারী বিমান বাহিনী প্রধানগণ, ঘাঁটি-ইউনিটের এয়ার অধিনায়করা, বিমান সদরের পরিচালকগণ, ঊর্ধ্বতন কর্মকর্তারা ও বিভিন্ন ঘাঁটি হতে আমন্ত্রিত অতিথিরা।