হাসিনার পতনের পর রেমিট্যান্স বেড়েছে ২৬ শতাংশ: আসিফ নজরুল

আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, শেখ হাসিনার পতন পর দেশে রেমিট্যান্স বেড়েছে ২৬ শতাংশ।

বুধবার (১৮ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।  

আসিফ নজরুল বলেন, শেখ হাসিনা সরকারের আমলে দেশ থেকে রেমিটেন্সের মাধ্যমে আসা লাখ লাখ কোটি টাকা পাচার করা হয়েছে। ফলে প্রবাসীদের মধ্যে হতাশা চলে এসেছিল। অভিবাসন ব্যয় কমানোর চেষ্টা চলছে। এজেন্সিগুলোকে বলা হচ্ছে। ইউরোপের দেশগুলোতেও দক্ষ শ্রমিক পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। ইন্ট্রিগেশনের সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রবাসীদের সব সমস্যা দূর করতে কাজ করছে। আশা করি, দ্রুতই তা বাস্তবায়ন হবে।

আইন উপদেষ্টা বলেন, প্রবাসীরা যাতে পাসপোর্টসহ অন্যান্য ক্ষেত্রে সমস্যায় না পড়েন, আমরা সেই বিষয়ে কাজ করব। তারা যাতে ভোটার হতে পারেন, সেই চেষ্টা আমরা করব।

প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের বিষয়ে আসিফ নজরুল বলেন, ভোটাধিকার নিশ্চিতের বিষয়টি পুরোটা কমিশনের ব্যাপার। আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষে যতটুকু সম্ভব চেষ্টা করব।