১৬ বছরে এমন কোনও অন্যায় নাই, যা পুলিশ করেনি : আইজিপি

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, গত ১৬ বছর পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। এমন কোনো অন্যায় কাজ নেই, যা পুলিশকে দিয়ে করানো হয়নি। সেজন্য পুলিশ প্রশাসন দুঃখিত ও লজ্জিত।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বাহারুল আলম বলেন, পুলিশকে রিফর্ম করতে কাজ করছে সংস্কার কমিশন। কমিশনে শিক্ষক, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র ও সংশ্লিষ্ট অনেকেই আছেন। তারা সরকারকে সংস্কারের বিষয়ে সুপারিশ করবে।

আইজিপি বলেন, সমাজের কিছু অসাধু লোক, নেতা এবং প্রভাবশালীরা নিরীহ লোকদের মামলার আসামি করছে, এটি উদ্বেগের বিষয়। তবে তিনি পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন, যাতে কোনো নিরীহ ব্যক্তিকে গ্রেপ্তার করা না হয়, তাঁদের হয়রানি করা না হয়। এর মধ্যে যাঁরা ঘটনার সঙ্গে সম্পৃক্ত নন, তাঁদের আশ্বস্ত করার জন্যও বলা হচ্ছে। প্রয়োজনে ফোন দিয়ে নিরীহ লোকদের বলা, তাঁকে গ্রেপ্তার করা হবে না, হয়রানি করা হবে না।

তিনি বলেন, গণঅভ্যুত্থানে নিহতের ঘটনায় দেশজুড়ে ভুয়া মামলা হচ্ছে। এতে নিরীহ মানুষদের আসামি করে চাঁদাবাজি করা হচ্ছে। তবে তদন্তকারী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া আছে যেন নিরপরাধ মানুষদের গ্রেপ্তার না করা হয়।

তিনি আরও বলেন, সারা দেশে লুট হওয়া ছয় হাজার অস্ত্র উদ্ধার করা হয়েছে। দুই হাজার অস্ত্র এখনও উদ্ধার হয়নি। এসব অস্ত্র উদ্ধারে সবার সহযোগিতা প্রয়োজন।

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার রেজাউল করিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান, সিলেট রেঞ্জ ডিআইজি মো. মুশফেকুর রহমানসহ পুলিশের সব দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।