নিরপেক্ষ নির্বাচন দিতে প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন কমিশন: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন দিতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, গতানুগতিক পদ্ধতিতে কাজ করার সুযোগ নেই। ১৮ কোটির মানুষতে তাদের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। কাজ করতে গিয়ে ইচ্ছাকৃত ভুল কমিশন করবে না বলেও প্রতিশ্রুতি দিলেন সিইসি।

রোববার (৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ভোটার হালনাদাগের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে নির্বাচন নিয়ে তিনি এ সব তথ্য তুলে ধরেন।

এ এম এম নাসির উদ্দিন জানান, আগামী ২০ জানুয়ারি দেশব্যাপী সম্ভাব্য ভোটার ও মৃত ভোটারদের ডোর টু ডোর ডাটা সংগ্রহ শুরু হবে।

ভোটাধিকার থেকে বঞ্চিত মানুষের কথা শুনতে তারা এখানে এসেছেন উল্লেখ করে সিইসি বলেন, ‘আমরা দায়িত্ব নিয়েছি যাতে আমরা তাদের বঞ্চনা দূর করতে পারি।’ 

উক্ত অনুষ্ঠানে নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘বিগত নির্বাচন যেভাবে কলুষিত হয়েছে, তা পুনরুদ্ধারে যা যা করা লাগে তার সবটুকুই করবে কমিশন। ভোটার হালনাগাদে অনিয়ম, অবহেলা অস্বচ্ছতা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখের- নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ,  ইসি তাহমিনা আহমদ ইসি আব্দুর রহমান মাছউদ প্রমুখ।