জুলাই অভ্যুত্থানে আহত ৩৬ জনকে দেয়া হল জাতীয় পরিচয়পত্র

জুলাই অভ্যুত্থানে আহত হয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসারতদের মধ্যে ৩৬ জনকে নতুন জাতীয় পরিচয়পত্র দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসারতদের মাঝে কার্ডগুলো বিতরণ করা হয়।

এর আগে হাসপাতাল থেকেই আহতদের তথ্য ও বায়োমেট্রিক সংগ্রহ করা হয়। কার্ড পাওয়াদের মধ্যে ১৮ বছরের ঊর্ধ্বে ২০ জনকে দেয়া হয় স্মার্ট কার্ড। এর মধ্যে একেবারে নতুন ভোটার ১৪ জন।

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, জুলাই আন্দোলনের সুফল সবাই ভোগ করছি। আহতদের হাসপাতালে এসে কার্ড তুলে দেয়া ছিল নৈতিক দায়িত্ব।

তিনি জানান, ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে আহতদের হাতে এরইমধ্যে জাতীয় পরিচয়পত্র তুলে দেয়া হয়েছে। মাঠ পর্যায়ে ভোটার হালনাগাদের কাজ চলছে।

কার্ড বিতরণ কালে উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব ও এনআইডির মহাপরিচালকসহ চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের কর্মকর্তারা।