চলতি মাসেই শুরু হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ০৭:৩৯ পিএম

দীর্ঘ সাময়িক বিরতির পর চলতি মাসেই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন সেবা পুনরায় পুরোদমে চালু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী রোববার (১৮ জানুয়ারি) এর মধ্যে সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালট পেপার মুদ্রণের কাজ শেষ হওয়ার পরপরই এই কার্যক্রম শুরু হবে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এই তথ্য নিশ্চিত করেছেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ত্রুটিমুক্ত ভোটার তালিকা প্রস্তুতের লক্ষ্যে গত ২৪ নভেম্বর বিকেল ৪টা থেকে এনআইডি সংশোধন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেয় কমিশন। তবে এই সময়ে বিশেষ প্রয়োজনে এবং জরুরি আবেদনের প্রেক্ষিতে সীমিত আকারে সংশোধন সেবা চালু রাখা হয়েছিল।

এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বলেন, ‘আমাদের ভোটার তালিকা চূড়ান্ত করা এবং প্রার্থী যাচাই-বাছাইয়ের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। বর্তমানে পোস্টাল ব্যালট প্রিন্টের কাজ চলছে, যা আগামী ১৮ জানুয়ারির মধ্যে সম্পন্ন হবে বলে আমরা আশা করছি। এই প্রক্রিয়ার পরপরই সাধারণ নাগরিকদের জন্য এনআইডি সংশোধন কার্যক্রম আবার উন্মুক্ত করে দেওয়া হবে।’

ইসি সূত্রে জানা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ব্যস্ততা এবং কারিগরি তথ্যভাণ্ডারের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতেই সাধারণ সংশোধন কার্যক্রম স্থগিত রাখা হয়েছিল। ১৮ তারিখের পর থেকে নাগরিকরা আগের মতোই অনলাইনে বা সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে আবেদন করতে পারবেন।

NB/FJ
আরও পড়ুন