মাসখানেক ধরে রেল ও সড়ক অবরোধ, সবশেষ টানা ৫দিন ধরে সরকারি তিতুমীর কলেজের শত শত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করে আসলেও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ স্পষ্ট জানিয়ে দিলেন, তিতুমীর কলেজ কোনো আলাদা বিশ্ববিদ্যালয় হবে না।
তিনি জানান, শুধু তিতুমীর কলেজের শিক্ষার্থীদের দাবি মেনে আলাদা গুরুত্ব দিয়ে কোনো বিশ্ববিদ্যালয় হবে না।
শিক্ষা উপদেষ্টা বলেন, ‘এ দাবির কোনো যৌক্তিকতাও নেই। আমরা চিন্তা করছি সাতটি কলেজকে একত্রিত করে একটি বিশ্ববিদ্যালয়ের মতো করা যায় কিনা। এ নিয়ে ইউজিসির চেয়ারম্যানের নেতৃত্বে একটি কমিটি কাজ করছে।’
রোববার (২ ফেব্রুয়ারি) রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সন্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক মিটিং শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে শিক্ষা উপদেষ্টা এ কথা বলেন।
ড. মাহমুদ বলেন, ‘এ অবস্থায় একটি কলেজের শিক্ষার্থীরা সময় বেঁধে দিয়ে যে আন্দোলন করছে সেটি ঠিক নয়। আমরা অন্তর্বর্তীকালীন সরকার দারি দাওয়া মানতে আসিনি। আমরা কিছু সংস্কার কাজ করছি। সেখানে জনদুর্ভোগ সৃষ্টি করে আন্দোলন করা যৌক্তিক নয়।’
তিনি বলেন, ‘ছাত্ররা আন্দোলন করছে ভাল, কিন্তু তাদের তো পড়ালেখা করতে হবে। পরীক্ষা না দিলে তো ভবিষ্যতে শিক্ষার্থীদেরই সমস্যা হবে।’
এদিকে, ‘শিক্ষা উপদেষ্টার এই মন্তব্য প্রত্যাখ্যান করেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। তারা জানান, যেকোনো মূল্যে ৭ দফা কর্মসূচি মেনে নেওয়ার ঘোষণা আসতে হবে। যতক্ষণ এই ঘোষণা না আসবে, ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন।’