ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

‘ব্লকেড টু নর্থ সিটি’ শিথিল

বাঁশ দিয়ে রাস্তা আটকে দিলেন তিতুমীর শিক্ষার্থীরা

তিতুমীর কলেজের সামনের দুই ‘মহাখালী-গুলশান’ সড়ক  বাঁশ দিয়ে আটকে দিয়েছেন শিক্ষার্থীরা। 

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪০ পিএম

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে ঢাকার মহাখালীতে তিতুমীর কলেজের সামনের সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। 

রোববার বেলা ১১টা ৫০ মিনিটে তিতুমীর কলেজের সামনের দুই ‘মহাখালী-গুলশান’ সড়ক  বাঁশ দিয়ে আটকে দিয়েছেন শিক্ষার্থীরা। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

কলেজের সামনে কয়েকজন শিক্ষার্থী আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রেখেছেন। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘বারাসাত ব্যারিকেড’ বা সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি।

তবে বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাতের কথা চিন্তা করে ‘ব্লকেড টু নর্থ সিটি’ কর্মসূচি শিথিল করেছে বলে জানিয়েছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। দুপুর ১২টায় ক্যাম্পাসের সামনে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন আন্দোলনে সম্মুখ সারিতে থাকা ১৮-১৯ সেশনের শিক্ষার্থী আলি আহমদ।

 

অবরোধের কারণে বিপাকে পড়েন পথচারীরা। মহাখালীতে তিতুমীর সরকারি কলেজের সামনে। 

সর্বশেষ তথ্য অনুযায়ী, কলেজটির ১২ জন শিক্ষার্থী অনশনে যুক্ত হয়েছিলেন। এর মধ্যে অসুস্থ হয়ে পড়ায় উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মফিজুল ইসলাম, বাংলা বিভাগের আবু নাঈমসহ চারজনকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

AHA
আরও পড়ুন