ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সরকারের সিদ্ধান্ত মেনে শিক্ষকদের ক্লাসে ফেরার আহ্বান শিক্ষা উপদেষ্টার

আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ০৮:১৪ পিএম

সরকারের নানা সীমাবদ্ধতার মধ্যেও বাড়িভাড়া ভাতা বাড়ানোর সিদ্ধান্তকে মেনে নিয়ে আন্দোলনরত বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল (সিআর) আবরার।

রোববার (১৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আহ্বান জানান।

শিক্ষা উপদেষ্টা বলেন, ‘বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) ঘোষণার পর আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এখন ক্লাসে ফিরে যাওয়া উচিত। আমরা স্বীকার করি, শিক্ষক সমাজের পাওনা অনেক বেশি। তবে সরকারের বর্তমান সীমাবদ্ধতার মধ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয় বাজেট বরাদ্দ দিয়েছে এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি।’ এ অবস্থায় সরকারের সিদ্ধান্ত মেনে শিক্ষকদের কর্মবিরতি তুলে নিয়ে শিক্ষার্থীদের স্বার্থে ক্লাসে ফেরার আহ্বান জানান তিনি।

এর আগে আজ অর্থ মন্ত্রণালয়ের এক আদেশে জানানো হয়, সরকারের বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) নির্ধারণ করা হয়েছে। এ আদেশ আগামী নভেম্বর মাস থেকে কার্যকর হবে।

তবে শিক্ষক নেতারা ৫ শতাংশ বাড়িভাড়া ভাতার এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন এবং আমরণ অনশনসহ ঘোষিত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

DR/FJ
আরও পড়ুন