ভোটার হালনাগাদ

তথ্য সংগ্রহের কাজ শেষ, সুযোগ থাকছে ভোটার হওয়ার

ভোটার হালনাগাদে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের কাজ শেষ হয়ছে। কেউ বাদ পড়লে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সংশ্লিষ্ট এলাকার ছবি তোলার কেন্দ্রে গিয়ে ভোটার তালিকায় নাম তোলার সুযোগ পাবেন বলে জানিয়েছেন ইসির এনআইডি উইংয়ের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে তিনি তথ্য জানান।

হুমায়ুন কবীর বলেন, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের মাধ্যমে আমরা সবাইকে সচেতন করেছি। ভোটার হওয়া একটা চলমান প্রক্রিয়া। নিবন্ধন কেন্দ্রে এসে তথ্যাদি দিয়েও ভোটার হওয়ার সুযোগ থাকবে।

এদিকে, বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদে ৪৭ লাখের বেশি নাগরিকের তথ্য সংগ্রহ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এবারের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ১০ লাখ মৃত ভোটারের তথ্য মিলেছে। তাদের এই তালিকা থেকে বাদ দেয়া হবে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বলেন, রোববার (২ ফেব্রুয়ারি) পর্যন্ত তথ্য পাওয়া গেছে। ২.৫ শতাংশ থেকে ৩ শতাংশ পরিমাণ এ হালনাগাদে ভোটার হয়েছে। এরমধ্যে বাদ পড়া ২০ লাখের বেশি ও নতুন ভোটার ১৪ লাখের বেশি হতে পারে। আর মৃত ভোটার বাদ দেয়া হয়েছে ১০ লাখের বেশি।

সবশেষ পূর্ণাঙ্গ তথ্য মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, যাদের বয়স ২০২৬ সালের ১ জানুয়ারি ১৮ বছর তাদের জন্য গত ২০ জানুয়ারি বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের জন্য তথ্য সংগ্রহের কাজ শুরু করেছিল নির্বাচন কমিশন। সোমবার (৩ ফেব্রুয়ারি) এ কার্যক্রম শেষ হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হবে ছবি তোলা, আঙুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি গ্রহণের কাজ, যা চলবে ১১ এপ্রিল পর্যন্ত। ২০০৭-২০০৮ সালে ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়নের পর এর আগে ভোটার তালিকা হালানাগাদ করা হয়েছে ছয়বার। ২০০৯-২০১০ সাল, ২০১২-২০১৩ সাল, ২০১৫-২০১৬ সাল, ২০১৭-২০১৮ সাল, ২০১৯-২০২০ ও ২০২২-২০২৩ সালে বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ কার্যক্রম পরিচালনা করেছে ইসি।