ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ছবি তোলার ভয়ে অনেক নারী ভোটার হতে চান না: ইসি সানাউল্লাহ

তিনি বলেন, নারী ভোটারদের এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সহায়তা নেওয়ার প্রয়োজন রয়েছে। বর্তমানে পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের সংখ্যা প্রায় ৩০ লাখ কম।

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ০৭:২৯ পিএম

ছবি তোলার ভয়ে অনেক নারী ভোটার হতে চান না বলে  জানিয়েছেন, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। 

তিনি বলেন, নারী ভোটারদের সচেতনতা বৃদ্ধির জন্য সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সহায়তা নেওয়ার প্রয়োজন রয়েছে। বর্তমানে পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের সংখ্যা প্রায় ৩০ লাখ কম।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শনকালে ভোগনগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় তিনি এ কথা জানান।

নির্বাচন কমিশনার মো. সানাউল্লাহ বলেন,  ‘জন্মনিবন্ধন জটিলতার কারণে যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্তিতে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়। ভোটার তালিকা থেকে কেউ যেন বাদ না পড়ে এবং নারীদের ভোটার হওয়ার জন্য বিশেষভাবে উৎসাহিত করতে হবে।’

তিনি বলেন,‘কোনো বিদেশি যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারে, সেদিকে কঠোর নজরদারি রাখতে হবে। বিশেষ করে রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির ঝুঁকি রোধে সবাইকে সজাগ থাকতে হবে।’

অনুষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী, সুপারভাইজার এবং তথ্য সংগ্রহকারীরা উপস্থিত ছিলেন।

MN
আরও পড়ুন