মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ‘এক্সেল বাবু’ গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ফরিদ আহমেদ বাবু ওরফে এক্সেল বাবুকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (২৭ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মোহাম্মদপুরের বুড়িগঙ্গা ফিলিং স্টেশন এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ফরিদ আহমেদ বাবু ওরফে এক্সেল বাবু (৫৬) এবং আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।

তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, অপহরণ, চাঁদাবাজি এবং ভূমি দখলের মতো গুরুতর অভিযোগে ১৫টিরও বেশি মামলা রয়েছে।

আইএসপিআর আরও জানায়, গোয়েন্দা তথ্যমতে, এক্সেল বাবু কুখ্যাত কিশোর গ্যাং ‘টিন এজ টর্নেডো, ডার্ক স্ট্রাইকার্স, রেড ভলক্যানো’ এবং দুর্ধর্ষ অপরাধী ‘কবজি কাটা আনোয়ার ওরফে শুটার আনোয়ার’র গ্রুপের গডফাদার হিসেবে পরিচিত।