হাদি হত্যাকাণ্ড: অভিযুক্ত আলমগীরের সহযোগী অস্ত্রসহ গ্রেপ্তার

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৫ পিএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম হিমন, যিনি আদাবর থানা যুবলীগের কর্মী এবং এই হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলের চালক আলমগীরের সহযোগী।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আদাবর এলাকার রাজ্জাক হোটেল থেকে প্রথমে হিমনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আদাবরের ১৭/বি এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, হাদি হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত ফয়সাল ও আলমগীরের সঙ্গে হিমনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। প্রায় দুই মাস আগে তিনি দুবাই থেকে বাংলাদেশে ফেরেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হিমন হত্যাকাণ্ডের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাকে আরও অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানানো হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

DR/FJ
আরও পড়ুন