জাপান প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শুক্রবার

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। জাপান সফরের তৃতীয় দিনে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) টোকিও ইম্পেরিয়াল হোটেলে নিক্কেই ইনকরপোরেশেনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী সুয়োশি হাসেবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।

নিক্কেই ফোরাম ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনের প্রাক্কালে সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হয়। জাপান সফরের তৃতীয় ও শেষ দিনে শুক্রবার (৩০ মে) জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক হওয়ার কথা রয়েছে।

বৈঠকে দুই দেশের বিভিন্ন খাতে চলমান সহযোগিতা আরো এগিয়ে নিতে সহায়ক হবে বলে জানিয়ে অন্তর্বর্তী সরকার প্রধান বলেন, জাপান ও বাংলাদেশের মধ্যে অনেক খাতে সহযোগিতার সুযোগ রয়েছে; আমি এটির ওপর কাজ করতে চাই।

ব্যস্ত সময়সূচির মধ্যেও বৃহস্পতিবার অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান হাসেবে। তিনি বলেন, ভবিষ্যতেও প্রধান উপদেষ্টা এই প্রচেষ্টা অব্যাহত রাখবেন।

তিনি আরো বলেন, জাপানে একটি প্রবাদ আছে- আগুন থেকে বাদাম তোলার সাহস থাকতে হয়।