ঈদযাত্রাকে কেন্দ্র করে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ভিড় করেছে যাত্রীরা। তবে ভোগান্তি আগের চেয়ে অনেকটাই কমেছে। নির্বিঘ্নে ঈদযাত্রা শুরু করতে পারছেন ট্রেনের যাত্রীরা। স্টেশনের প্রবেশমুখে বাঁশের ব্যরিকেড দিয়ে সিঙ্গেল লাইনে যাত্রীরা টিকিট দেখিয়ে স্টেশনে প্রবেশ করছেন।
শনিবার (৩১ মে) দুপুরে এমন চিত্র দেখা গেছে কমলাপুর স্টেশনে।
টিকিট যাচাইয়ের ক্ষেত্রে তিন স্তরের চেকিং ব্যবস্থা রাখা হয়েছে। টিকিট ছাড়া কোনো যাত্রী স্টেশনে প্রবেশ করতে পারছেন না। এছাড়া র্যাব, রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও রেলওয়ে পুলিশের হেল্প ডেস্ক বসানো হয়েছে।
ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. সাজেদুল ইসলাম জানান, সকাল থেকে এই পর্যন্ত ২৪টি ট্রেন স্টেশন ছেড়ে গেছে। সারাদিনে মোট ৪৩টি ট্রেন ছেড়ে যাবে। সবগুলো ট্রেন সময়মতো ছেড়ে যাচ্ছে, কোনো বিলম্ব নেই। স্টেশন এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। আশা করছি ভোগান্তি ছাড়াই ঈদযাত্রা সম্পন্ন হবে।