ভোটার তালিকা (সংশোধন) অধ্যাদেশ-২০২৫’ এর খসড়ার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভায় নির্বাচনের তফশিল ঘোষণার আগ পর্যন্ত বয়স ১৮ বছর পূর্ণ হলে তারা ভোটার হতে পারবেন এই সংশোধনী এনে উপদেষ্টা পরিষদ ভোটার তালিকা (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে।
পরে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকের এ তথ্য জানান।