আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগ সরকারের পতনের এক বছর পূর্তিতে মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে ‘জুলাই ঘোষণাপত্র’ জাতির সামনে পাঠ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। একই দিন রাতেই তিনি জাতির উদ্দেশে ভাষণ দেবেন, যেখানে বহু প্রতীক্ষিত জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময়সূচি ঘোষণা করার সম্ভাবনা রয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন ড. ইউনূস। এরপর রাত ৮টার দিকে টেলিভিশন ও অনলাইন মাধ্যমে জাতির উদ্দেশে তার ভাষণ প্রচার হতে পারে।

সরকারের একটি উচ্চপর্যায়ের সূত্র জানিয়েছে, ভাষণে অন্তর্বর্তী সরকারের গত এক বছরের কর্মকাণ্ড, ‘জুলাই গণহত্যা’ তদন্তের অগ্রগতি এবং সংস্কারমূলক পদক্ষেপের সারসংক্ষেপ তুলে ধরবেন। 

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, কমিশন নির্বাচনের সম্ভাব্য সময় মাথায় রেখে প্রস্তুতি প্রায় শেষ করে এনেছে। যদিও তফসিল ঘোষণার বিষয়টি একান্ত কমিশনের সিদ্ধান্তের ওপর নির্ভর করে।

গত ২৬ জুলাই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের সঙ্গে ১৪টি রাজনৈতিক দল ও জোটের সংলাপে নির্বাচনী রূপরেখা নিয়ে আলোচনা হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা জানান, চার-পাঁচ দিনের মধ্যেই তিনি নির্বাচনের সময়সূচি ঘোষণা করবেন। এরপর ২৮ জুলাই আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে নির্বাচনকালীন নিরাপত্তা পরিকল্পনা নিয়ে আলোচনা করেন তিনি।

প্রেস সচিব শফিকুল আলম জানান, সেপ্টেম্বর থেকে প্রায় দেড় লাখ পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। নির্বাচন চলাকালে প্রায় ৬০ হাজার সেনাসদস্য মোতায়েন থাকবে, যাদের বিচারিক ক্ষমতাও থাকবে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। গণআন্দোলনের প্রেক্ষাপটে গঠিত এই সরকার বিগত এক বছরে রাজনৈতিক সংস্কার, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে একটি অবাধ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে কাজ করছে।