সরকার কারাবিধির প্রয়োজনীয় সংস্কার করবে: আইন উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার কারাবিধির প্রয়োজনীয় সংস্কার করবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বুধবার (৬ আগস্ট) বিকেলে রাজধানীতে জুলাই কারাবন্দি স্মৃতি অনুষ্ঠানে বক্তৃতা করেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, কারাবিধির প্রয়োজনীয় সংস্কার শেষ করবে অন্তর্বর্তী সরকার। আর বাস্তবায়ন করবে পরবর্তী সরকার।

তিনি বলেন, জুলাই আন্দোলনের কারাবন্দিদের দুঃখ-দুর্দশার একটি তালিকা ও ডকুমেন্টেশন করা হবে।

আসিফ নজরুল বলেন, তালিকা করে জুলাই জাদুঘরে কারাবন্দিদের ইতিহাস সংরক্ষণ করা হবে৷