ঢাকা আসছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

ঢাকায় আসছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী কামাল খান। সফরকালে তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ঢাকায় আসছেন তিনি। সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য জোরদার ও জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনে সমঝোতা স্মারক সইয়ের বিষয়টি গুরুত্ব পাবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এছাড়া, ২৩ আগস্ট ঢাকা আসবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। পরদিন তিনি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসবেন। বৈঠক শেষে একাধিক সমঝোতা স্মারক সই হতে পারে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে।