ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খসড়া সংসদীয় সীমানা পুনঃনির্ধারণ সংক্রান্ত দাবি-আপত্তির শুনানির দ্বিতীয় দিন সোমবার (২৫ আগস্ট)। আজকের শুনানিতে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত বেশ কয়েকটি আসনের আবেদন গ্রহণ করছে নির্বাচন কমিশন (ইসি)।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে শুরু হওয়া এই শুনানি চলবে বিকেল পর্যন্ত। শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশনের অন্যান্য সদস্য ও সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত আছেন।
ইসি জানায়, সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সাতক্ষীরা-৩, ৪, যশোর-৩, ৬, বাগেরহাট-১, ২ ও ৩; আড়াইটা থেকে ৫টা পর্যন্ত ঝালকাঠি-১, বরগুনা-১,২, পিরোজপুর-১, ২, ৩, চট্টগ্রাম-৩, ৫, ৮, ১৯, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান আসনের শুনানি হবে।
এর আগে, রোববার (২৪ আগস্ট) কুমিল্লা অঞ্চলভুক্ত ছয় জেলার ১৮টি আসনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। ওইদিন মোট ৮১১টি আবেদন (আপত্তি ৪২৯টি, পরামর্শ ৩৮২টি) গ্রহণ করে ইসি।
চূড়ান্ত সীমানা প্রকাশের আগে ইসি চার দিনব্যাপী শুনানি কার্যক্রম পরিচালনা করছে।