ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনগুলোর পুনঃসীমানা নির্ধারণ কার্যক্রমের অংশ হিসেবে কুমিল্লা অঞ্চলের ছয় জেলার ১৮টি আসনের আপত্তি ও পরামর্শ নিয়ে শুনানি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (২৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
ইসি সূত্রে জানা গেছে, শুনানির প্রথম দিন কুমিল্লা অঞ্চলের খসড়া সীমানা নিয়ে মোট ৮১১টি আবেদনের শুনানি হয়। এর মধ্যে ৪২৯টি ছিল আপত্তি এবং ৩৮২টি ছিল পরামর্শ। আবেদনকারীদের পক্ষে আইনজীবী ও ব্যক্তিগতভাবে সংশ্লিষ্টরাও অংশ নেন শুনানিতে।
সিইসি বলেন, আমরা পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করেছি। আইন অনুযায়ী খসড়া সীমানা নিয়ে দাবি-আপত্তির সুযোগ দেওয়া হয়েছে। যৌক্তিক বিষয়গুলো শুনানিতে তুলে ধরলে বিবেচনায় নেওয়া হবে।
রোববার দুপুর ১২টা থেকে বিভিন্ন ধাপে শুনানি হয় ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, ফেনী ও লক্ষ্মীপুর জেলার মোট ১৮টি আসন নিয়ে।
সোমবার (২৫ আগস্ট) খুলনা, বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলের দাবি আপত্তির শুনানি হবে। সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সাতক্ষীরা-৩, ৪, যশোর-৩, ৬, বাগেরহাট-১, ২ ও ৩; আড়াইটা থেকে ৫টা পর্যন্ত ঝালকাঠি-১, বরগুনা-১,২, পিরোজপুর-১, ২, ৩, চট্টগ্রাম-৩, ৫, ৮, ১৯, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান আসনের শুনানি হবে।
মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকা অঞ্চলের দাবি- আপত্তির শুনানি হবে। ওইদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মানিকগঞ্জ-১, ২, ৩ নরসিংদী-৪ ও ৫ নারায়ণগঞ্জ-৩, ৪, ৫; আড়াইটা থেকে ৫টা পর্যন্ত ঢাকা-১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ১০, ১৪, ১৫, ১৬, ১৮ ও ১৯ আসনের শুনানি হবে।
বুধবার (২৭ আগস্ট) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ফরিদপুর ও সিলেট অঞ্চলের দাবি আপত্তির শুনানি হবে। ওইদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পঞ্চগড়-১, ২, রংপুর-১, কুড়িগ্রাম-৪, সিরাজগঞ্জ-২, ৫, ৬, পাবনা-১; আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত টাঙ্গাইল-৬, জামালপুর-২, কিশোরগঞ্জ-১, সিলেট-১, ফরিদপুর- ১, ৪, মাদারীপুর-২, ৩, শরীয়তপুর-২ ও ৩ আসনের শুনানি হবে।
শুনানি শেষে নির্বাচন কমিশনের আইন শাখা সংশ্লিষ্ট আবেদনকারীদের রায় জানিয়ে দেবে। এরপরই প্রকাশ করা হবে সংসদীয় আসনের চূড়ান্ত সীমানা।
জানা গেছে, গত ১০ আগস্ট পর্যন্ত মোট ৮৩টি আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে ১,৭৬০টি দাবি-আপত্তি জমা পড়ে নির্বাচন কমিশনে। এসবই পর্যায়ক্রমে নিষ্পত্তির পরই প্রকাশ পাবে নতুন নির্বাচনী মানচিত্র।
ইসিতে রুমিন ফারহানার অনুসারী ও এনসিপির নেতাকর্মীদের হাতাহাতি
পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করছে ইসি: সিইসি
কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে পুলিশের জরুরি বার্তা