বাংলাদেশে মোট মামলার প্রায় ৮০ শতাংশই ভূমি সংক্রান্ত বলে জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ। তিনি বলেন, এই বিপুল সংখ্যক মামলার প্রধান কারণ জনগণের অজ্ঞতা ও অসচেতনতা।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন আইন সম্পর্কে ধারণা প্রদান এবং রিট মামলার জবাব প্রেরণ প্রক্রিয়া বিষয়ক লার্নিং সেশনে’ বক্তব্য দেন তিনি।
সিনিয়র সচিব বলেন, ভূমির সঙ্গে মামলার একটি সরাসরি সম্পর্ক রয়েছে। মালিকানা, দখল, হস্তান্তর বা অন্যান্য বিরোধের জেরে আদালতে মামলা হয়। এসব মামলা দেওয়ানি বা ফৌজদারি যে কোনো ধরনের হতে পারে। এসবের মাধ্যমে জমির আইনি অধিকার প্রতিষ্ঠা, অবৈধ দখলমুক্তি ও প্রকৃত মালিকানা নির্ধারণ করা হয়।
তিনি আরও বলেন, ভূমি আইন জানা প্রত্যেকের জন্য জরুরি। কারণ আইন জানলেই জমি সংক্রান্ত প্রতারণা, দখল, জালিয়াতি প্রতিরোধ করা সম্ভব। ভূমি আইনের জ্ঞান জনগণকে অবৈধ উচ্ছেদ থেকে রক্ষা করে এবং সম্পত্তির যথাযথ ব্যবহার ও হস্তান্তর নিশ্চিত করে।
সিনিয়র সচিবের মতে, জমির মূল্যবৃদ্ধি, জনসংখ্যার চাপ, অপরিকল্পিত নগরায়ন, শিল্প স্থাপন, রাস্তাঘাট নির্মাণসহ নানা কারণে ভূমির শ্রেণি ও প্রকৃতির পরিবর্তন হচ্ছে। এতে কৃষিজমি, বনভূমি, টিলা ও জলাশয় হারিয়ে যাচ্ছে, যা পরিবেশ ও খাদ্য নিরাপত্তার জন্য হুমকি।
তিনি বলেন, এই প্রেক্ষাপটে ভূমির সঠিক ব্যবহার, শ্রেণি পরিবর্তনের আইনানুগ প্রক্রিয়া, বৈধ মালিকানা ও পরিবেশ সুরক্ষায় সরকার আইন প্রণয়ন করেছে। সেই আইন সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে।
এএসএম সালেহ আহমেদ বলেন, মন্ত্রণালয়ের দায়িত্ব শুধু সেবা প্রদান নয়, বরং জনগণকে ভূমি আইন সম্পর্কে সচেতন করা এবং দক্ষতার সঙ্গে আইন প্রয়োগ করা। তিনি ভূমি কর্মকর্তা-কর্মচারীদের এ বিষয়ে প্রশিক্ষিত হওয়ার আহ্বান জানান।